ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুলিশসহ আহত অর্ধশত

মনপুরায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

প্রকাশিত: ০৪:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

মনপুরায় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

হাসিব রহমান, ভোলা ॥ বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার হাজির হাট বাজারে বুধবার সকালে রাস্তার ওপর ফলের দোকান সরানো ও ব্যবসায়ীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, শিশু, পথচারীসহ অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে অন্তত ৩০ জন পুলিশের শটগানের গুলিতে আহত হয়। গুরুতর ৩৮ জনকে মনপুরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু গ্রেফতার আতঙ্কে আহত রোগীরা ভয়ে পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখনও মনপুরা উপজেলার বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। সৃষ্ট ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পুলিশ মনপুরার প্রধান বাজার হাজির হাটে রাস্তার ওপর ফলের ব্যবসায়ী হারুন, আবদুর রহমান ও হাসানের দোকান উচ্ছেদ করতে যায়। সে সময় কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ ব্যবসায়ীদের মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ রেখে পুলিশের বিরুদ্ধে মিছিল বের করে। একপর্যায়ে পুলিশও ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়লে ব্যবসায়ীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী দফায় দফায় সংর্ঘষ চলে। এতে পুলিশের গুলিতে স্থানীয় সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হয় এবং ব্যবসায়ীদের ইটপাটকেলে ৫ পুলিশ আহত হয়। এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহিউদ্দিন জানান, বিনা নোটিসে পুলিশ তিন ব্যবসায়ীর ফলের দোকান উচ্ছেদ করার সময় মারধরের ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিল করে। পরে পুলিশ বিনা উস্কানিতে ব্যবসায়ীদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। ওসির অতিরঞ্জিত দুর্ব্যবহারের কারণে এহেন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বর্তমানে ব্যবসায়ীরা আতঙ্কে আছে। ওসির এ ধরনের ঘটনার জন্য সৃষ্ট ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান। মনপুরা থানার ওসি শাহীন খান জানান, রাস্তার ওপর অবৈধভাবে ব্যবসায়ীরা ফলের দোকান রাখায় যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় তিনি তাদের সরে যেতে বলেন। এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ১০ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। এ ঘটনায় কোন আটক বা গ্রেফতার করা হয়নি।
×