ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মেসিকে ব্রাজিল দলে চান টিটে!

প্রকাশিত: ০৬:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মেসিকে ব্রাজিল দলে চান টিটে!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের বর্তমান কোচ টিটে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির প্রশংসা করেছেন। এ সময় তিনি বলেন, মেসি যদি ব্রাজিলে জন্ম নিত তাহলে মন্দ হত না। স্প্যানিশ ক্লাব বার্সিলোনার জার্সি গায়ে একসঙ্গে খেলেন মেসি ও নেইমার। স্বপ্নের মতো হত যদি জাতীয় দলের হয়েও একসঙ্গে খেলতেন এ সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার। এমন স্বপ্নের কথাই বলেছেন সেলেসাও কোচ। এক সাক্ষাতকারে টিটে বলেন, এটা ঠিক মেসি ব্রাজিলে জন্মগ্রহণ করুক, সেটা আমি সত্যিই চাইতাম। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা থাকতে পারে। কিন্তু মেসির প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। মেসি এমন একজন প্রতিপক্ষ, আমরা যার প্রতি মুগ্ধ। ওর প্রতি আমাদের অনেক মুগ্ধতা। ব্রাজিল কোচ সময়ের দুই সেরা তারকা মেসি ও রোনাল্ডোকে নিয়েও কথা বলেন। টিটে বলেন, মেসি দুর্দান্ত। ওর সৃষ্টিশীলতা স্বাভাবিক ধাঁচের বাইরে কিছু করার ক্ষমতা অসামান্য। ও মাঠে এমন কিছু দেখতে পারে, যেটা আমরা পারি না। আর সি আর সেভেন প্রসঙ্গে বলেন, মেসি ও রোনাল্ডো দু’জন আলাদা। একজন নিখুঁত স্কোরার, ফিনিশার। অন্যজন চোখে দেখার জন্যও তৃপ্তিদায়ক, সৃষ্টিশীল, জাদুকর। এই দু’জন যদি একই দলে খেলত, প্রতিপক্ষ নিশ্চিত উড়ে যেত।
×