ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেরার ম্যাচে উজ্জ্বল গ্যারেথ বেল

প্রকাশিত: ০৫:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ফেরার ম্যাচে উজ্জ্বল গ্যারেথ বেল

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি থেকে তিনমাস পর ফিরেই নিজের জাত চেনালেন গ্যারেথ বেল। তারকা এই ফরোয়ার্ডের নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে গ্যালাক্টিকোরা ২-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। গত ২২ নবেম্বরের পর প্রথমবার মাঠে নেমেই বেল করেছেন গোল। সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের অপর গোলদাতা আলভারো মোরাটা। এ নিয়ে টানা ৪২টি ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ানোর অসাধারণ রেকর্ড গড়েছে রিয়াল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটাই টানা গোল করার নতুন রেকর্ড। লা লিগার এবারের মৌসুমে প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক স্পোর্টিং গিজনকে ৪-১ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। মজার বিষয় হচ্ছে, এ্যাটলেটিকোর হয়ে বদলি হিসেবে নেমে মাত্র পাঁচ মিনিটে হ্যাটট্রিক করেন কেভিন গামেইরো। ৮০ থেকে ৮৫Ñ এই পাঁচ মিনিটের মধ্যে গোলগুলো করেন গামেইরো। ২০০৬ সালের পর লা লিগায় এটি দ্রুততম হ্যাটট্রিক। সেবার পাঁচ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ডেভিয়া ভিয়া, ভ্যালেন্সিয়ার হয়ে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে। রেকর্ড জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে রিয়াল। ২১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। ২৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। পরশু তারা ২-০ গোলে হারিয়েছে এইবারকে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা আছে তৃতীয় স্থানে। ২২ ম্যাচ খেলে তাদের ঘরে জমা হয়েছে ৪৮ পয়েন্ট। রবিবার রাতে নীচের সারির দল লেগানেসের বিরুদ্ধে জয় পেলে অবশ্য সেভিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে কাতালানরা। ৪৫ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকোর অবস্থান চার নম্বরে। গোড়ালির লিগামেন্টের ইনজুরির কারণে গত তিনমাস বিশ্রামে ছিলেন বেল। ফেরার ম্যাচেও মাত্র ১৩ মিনিট মাঠে ছিলেন। কিন্তু এই সময়ের মধ্যেই কাউন্টার এ্যাটাক থেকে ম্যাচ শেষের সাত মিনিট আগে বেল জয়সূচক গোলটি করেন। ইস্কোর ক্রস থেকে ৩৩ মিনিটে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন মোরাটা। গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে নেপোলির বিরুদ্ধে ৩-১ গোলের জয়ের ম্যাচটি থেকে সাতটি পরিবর্তন করে মূল একাদশ সাজান রিয়াল কোচ জিনেদিন জিদান। আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়েলের বিরুদ্ধে লা লিগায় কঠিন দুটি এ্যাওয়ে ম্যাচকে সামনে রেখেই জিদান এই সিদ্ধান্ত নেন। সাধারণত বদলি হিসেবে নামা মোরাটা ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান। দলের বাইরে ছিলেন ফ্রেঞ্চম্যান করিম বেনজামা। এর আগে রিয়ালের গত পাঁচটি লীগ ম্যাচে মোরাটা মূল একাদশে খেলেননি। কিন্তু এই সুযোগকে বেশ ভালভাবেই কাজে লাগিয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ইস্কোর দুর্দান্ত একটি ক্রস থেকে মৌসুমের ১১তম গোল পূরণ করে রিয়ালকে এগিয়ে দেন মোরাটা। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বেলের উচ্ছ্বাসিত প্রশংসা করেন। ফরাসী গ্রেট বলেন, আমাদের দলে একজনই গ্যারেথ বেল আছেন। বেলকে দলে ফিরে পেয়ে আমরা দারুণ খুশি। সে একজন বিশেষ খেলোয়াড়। বাকিদের থেকে সে সবসময়ই ভিন্ন কিছু আমাদের উপহার দিয়ে থাকে। আর বেল বলেন, মাঠে ফিরতে পেরে আমি দারুণ খুশি। তবে অল্প সময়ে গোল পাওয়াটা বোনাস, আমাকে সহযোগিতা করার জন্য সতীর্থ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েকদিন বেশ কঠিন সময় পার করেছি। কিন্তু কেউ যখন ফিরে এসে এই ধরনের সংবর্ধনা পায় সেটা সত্যিকার অর্থেই বিশেষ কিছু। আগামী বুধবার ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামতে যাচ্ছে সেভিয়া। ম্যাচটির আগে তারা আত্মবিশ্বাস বাড়ানো জয় পেয়েছে। এইবারের বিরুদ্ধে ঘরের মাঠে ৩০ মিনিটে স্টিফান জোভেটিচের ক্রস থেকে পাবলো সারাবিয়া গোল করে স্বাগতিদের এগিয়ে দেন। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে জোভেটিচের আরেকটি সহায়তায় ভিটোলো সেভিয়ার জয় নিশ্চিত করা গোলটি করেন।
×