ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মসুলের পশ্চিমাংশ পুনর্দখলে ইরাকি বাহিনীর অভিযান

প্রকাশিত: ২০:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

মসুলের পশ্চিমাংশ পুনর্দখলে ইরাকি বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক ॥ ইরাকের মসুলের পশ্চিমাংশ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। রবিবার রাষ্টীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ কথা জানান। অভিযান সম্পর্কে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, শনিবার রাতে মসুলের পশ্চিমাংশের আকাশ থেকে ইরাকি বিমানবাহিনী লাখ-লাখ লিফলেট ফেলে স্থানীয় বাসিন্দাদের আইএসের বিপক্ষে অভিযানের বিষয়ে সতর্ক করে দেয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাকি বাহিনী আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। ওই এলাকায় ৬ লাখ ৫০ হাজার মানুষের বসবাস। এমন যুদ্ধময় পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে জাতিসংঘ।
×