ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৪৫ দশমিক ১২ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৬৮৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৬৬৩ কোটি ৫৯ লাখ টাকা বা ৪৫.১২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৬৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৬৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ বা ৭৮ দশমিক ২০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২৫ দশমিক ৩২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ বা ২১ দশমিক ২২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টি কোম্পানির। আর দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সূচক বাড়ার কারণে গত সপ্তাহে ডিএসই সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ২৪ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ০৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ৮১ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০.১ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২.৮ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮.৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুত খাতে ১৩.৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ১৫.৭ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৬.৬ পয়েন্টে। এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ১৫.৮ পয়েন্টে, বিবিধ খাতের ৩১.৩ পয়েন্টে, এনবিএফআই খাতে ৩১.২ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১১৫.৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৩ পয়েন্টে, চামড়া খাতের ২৪.৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ২০.১ পয়েন্টে, বস্ত্র খাতের ২৪.৫ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২১.৩ পয়েন্টে অবস্থান করছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টি কোম্পানির। আর দর কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
×