ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকৃত মুক্তিযোদ্ধাদেও হয়রানি নয় ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রকৃত মুক্তিযোদ্ধাদেও হয়রানি নয় ॥ খাদ্যমন্ত্রী

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা ॥ আমরা কোন প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করতে চাই না, সে যেই দলেরই হোক। আমরা চাই সঠিক ও স্বচ্ছ তালিকা প্রণয়ন করতে। শনিবার সকালে ঢাকার দোহার উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, তালিকা প্রণয়নের সময় কোন প্রকৃত মুক্তিযোদ্ধা যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে সম্মান ও সুবিধা দিচ্ছেন তা পূর্বের কোন সরকার দিতে পারেনি। আমরা চাই দেশের সূর্য সন্তানরা যেন তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। আবেদনকারী মুক্তিযোদ্ধা দাবিদারদের সাক্ষাতকার নিয়ে ও যাচাই-বাছাই কমিটির সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করা হবে”। অনুষ্ঠানে তিনি আবেদনকারী মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও তাদের সাক্ষাতকার গ্রহণ করেন। যাচাই-বাছাই কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সভাপতিত্ব করেন।
×