ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

ভার্চুয়াল সোশ্যাল বোট

প্রকাশিত: ০৬:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভার্চুয়াল সোশ্যাল বোট

রোবট যারা কৃত্রিম বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। খুব সাবধানে নজর রাখে আপনার ওপর। আপনার শেয়ার করা পোস্ট, লাইক, কমেন্ট সবই তার ডেটাবেজে খুব যতœসহকারে সংরক্ষণ করে রাখে। তারপর শুরু করে তার খেলা। সে খেলা যে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ এরই মধ্যে বিশ্ব বুঝতে পেরেছে। এই সোশ্যাল বোট কেন করা হয়, এমন এক প্রশ্নের জবাবে খুব সাদামাটা করা বলা যায়, এই বোট করা হয় সুনির্দিষ্ট কোন লক্ষ্য সাধন করার জন্য। প্রায়ই ভুল খবর ছড়ানোর জন্য এরই মধ্যে সমগ্র ইউরোপ ও আমেরিকায় নিন্দা কুড়িয়েছে। শুধু তাই নয়, জনমনে কোন বিশেষ ফায়দা নেয়ার জন্য এই বোট ব্যবহার করে থাকে। মজার বিষয় হলো এই বোট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে বিশ্বখ্যাত কোম্পানি। তারা তাদের পণ্যের প্রচার আর প্রসারের জন্য এই বিশেষ ধরনের সফটওয়ার ব্যবহার করে। তা সকল প্রমাণ ছাড়া। কিন্তু সেটা তখনও পর্যন্ত একটা সীমানার মধ্যে ছিল। কিন্তু সেই সাদাসিদে সফটওয়ারটি যে এত ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা কে কবে জানত। এই সফটওয়ারটি বিশাল ব্যবহার দেখা যায় গত বছরে মার্কিন নির্বাচনে। তারই ধারাবাহিকতা এখনো চলছে। দিন যেতে যেতে এর ব্যাপকতা বেড়েই চলছে। এরই মধ্যে বিশ্বসেরা গণমাধ্যম সংস্থাগুলো জড়িয়ে গেছে বিতর্কে। জনগণের আস্থার যায়গায় সঙ্কটে পড়েছে। শুধু কি তাই, বোট যে মাধ্যম ব্যবহার করে সেটা সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। সেই ফেসবুকের কর্ণধার জুকারবার্গকে বিভিন্ন আদালতে হেনস্থা হতে হচ্ছে। তাই ভার্চুয়াল দুনিয়ার মোঘলরা এই বোরেট বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে নেমেছেন। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায় এই ভুলভাল খবর পরিবেশনের জন্য বা ভুল সংবাদ ছড়িয়ে পড়ার জন্য ক্ষমা চাইতে। সব থেকে আতঙ্কের বিষয় হলো বিবিসির মতো জনপ্রিয় গণমাধ্যম সব থেকে বোট ছড়িয়েছে। যদিও ঢাকঢোল পিটিয়ে ক্ষামাও চেয়েছে তারা। এরপর আরও বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম তো রয়েছে সেই তালিকায়। ফেসবুক তাদের ব্যবহারকরীদের বার বার সতর্ক করে নোটিফিকেশন সেন্ড করছে। তাই যারা ভার্চুয়াল জগতে যারা সারাক্ষণ থাকেন তাদের অবশ্যই এখন থেকে সাবধান থাকা উচিত। কারণ যে খবরটি তার ওয়ালে এলো সেটাতে অনেক লাইক থাকতে পারে আবার কমেন্ট থাকতে পারে। কিন্তু সেগুলো পুরোপুরি ফেক বা মিথ্যাও হতে পারে। তাই যাচাই করে লাইক, কমেন্ট ও শেয়ার করা উচিত। তা না হলে আপনার একটা লাইক বা কমেন্ট সেটাও জমা পড়বে বোটের হাতে আর একটু একটু করে ভুলটা গড়াবে বিশাল ক্ষতির দিকে।
×