ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মার্ট চশমা

প্রকাশিত: ০৬:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

স্মার্ট চশমা

গুগল বা স্ন্যাপচ্যাটের চশমাকে টেক্কা দিতে আসছে নতুন ছোট্ট একটি প্রযুক্তি ডিভাইস ‘কাই’। যেটি সাধারণ চশমা কিংবা সানগ্লাসের ডাটায় পেছনের দিকে লাগিয়ে রাখলেই মানুষের কথা শুনবে চশমা। ‘কাই’ ডিভাইসটি চশমায় ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে মেসেজ পাঠানো, ফোন কল করা এবং তথ্য খোঁজার মতো অনেক কাজ সারা যাবে। -কিক স্টারটার। টুকরো খবর ফোন ব্যবহারে জেল চীনে গত ৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে যারা প্লেনে ভ্রমণ করার সময় মোবাইল ফোন ব্যবহার করেছেন তাদের মধ্যে তিনজনকে তিন থেকে পাঁচ দিনের কারাদ- দেয়া হয়েছে। তাছাড়া অর্থদ-েও দ-িত হতে পারেন তারা, যার পরিমাণ ৫০ হাজার ইয়েন বা ৭ হাজার ২৬৫ ডলার। প্লেনে মোবাইল ব্যবহার করলে এটা প্লেনের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্লেনের নেভিগেশন সিস্টেমের নিরাপত্তার জন্য প্লেনে মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ থাকে।Ñসিনেট নয় শ’র মেলা ভারতে ‘নির্মল বীরভূম’ গড়তে রামপুরহাট মহকুমা প্রশাসন কুশুম্বা গ্রামে ‘৯০০-র মেলা’ নামে এক উদ্যোগ নিয়েছে। নির্মল বাংলা মিশন প্রকল্প সামগ্রিকভাবে ছড়িয়ে দেয়ার জন্য এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রথম পর্যায়ে সক্রিয় করা হচ্ছে। কারণ ওই মহিলাদের বেশিরভাগ বাড়িতেই শৌচালয় নেই। তাই ওই মেলা থেকেই শৌচালয়বিহীন পরিবারের তালিকাভুক্তদের ব্যাংক এ্যাকাউন্ট ছাড়া ৯০০ রুপী নিয়ে ১০ হাজার রুপী দেয়া হচ্ছে। পরে দেয়া হবে শৌচালয় তৈরির কারিগরি সহায়তাও। কুশুম্বায় ৪২টি স্বনির্ভর দল রয়েছে কিন্তু এলাকার বাসিন্দাদের অনেকের ঘরেই শৌচালয় নেই। Ñইয়াহু নিউজ ‘গর্ভবান’ ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের চেলসি এলাকায় ডেটিং এ্যাপ হেইটারের ভালবাসা দিবস উপলক্ষে চালানো প্রচারের অংশ হিসেবে এ্যাপল স্টোরে প্রজেক্টরের মাধ্যমে বড় একটি ছবি প্রদর্শন কিছুক্ষণের জন্য সবাইকেই অবাক করে দিয়েছিল। ছবিতে দেখানো হয় গর্ভবান ডোনাল্ড ট্রাম্পকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন ভøাদিমির পুতিন। হেইটারের বর্তমানে থাকা দুই লাখেরও বেশি ব্যবহারকারীর মধ্যে প্রায় ৮০ শতাংশই ট্রাম্পকে ঘৃণা করেন। হেইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্রেনডেন এ্যালপার বলেন, আমরা শুধুই মানুষকে হাসাতে চেয়েছি। হাস্যরসের মাধ্যমে ঘৃণা ভালবাসায় পরিণত হতে পারে। শুধু চেলসিই নয়, নিউইয়র্কে আরও বিভিন্ন জায়গায় এই ছবি দেখানো হয়েছে। Ñবিজনেস ইনসাইডার
×