ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

তিলোত্তমা ভৌমিকের চিত্রকর্মে প্রকৃতির নিরাভরণ সৌন্দর্য

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তিলোত্তমা ভৌমিকের চিত্রকর্মে প্রকৃতির নিরাভরণ সৌন্দর্য

স্টাফ রিপোর্টার ॥ নিসর্গের মাঝে দাঁড়ান এক তরুণী। তার দীঘল কালো চুলে জড়িয়ে আছে পাখা মেলা প্রজাপতি। শরীরের উর্ধাংশের চারপাশ পেঁচিয়ে মাথার ওপর ফণা তুলেছে নীলাভ সাপটি। ভয়ের পরিবর্তে সে যেন নিজেকে সঁপে দিয়েছে প্রকৃতির উদারতায়। নির্বিকার এই নারীর সামনে-পেছনে জড়ো হয়েছে ছাগলসদৃশ কয়েকটি প্রাণী। বিহাইন্ড দ্য সিন শিরোনামের চিত্রকর্মটি সৃজন করেছেন তিলোত্তমা ভৌমিক। এই শিল্পীর বেশ কিছু ছবি নিয়ে ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। দ্য ন্যাকেড শীর্ষক প্রদর্শনীতে উঠে এসেছে প্রকৃতির নিরাভরণ সৌন্দর্য। শৈশব থেকেই নিসর্গের প্রতি মোহময়তা নিয়ে বেড়ে ওঠা এক শিল্পী তিলোত্তমা। সেই মোহাবিষ্টতাকেই মেলে ধরেছেন ক্যানভাসে। সেইসঙ্গে চিত্রপটে ঘটেছে আধ্যাত্মিকতা ও পৌরাণিকতার সমন্বয়। শিল্পী বিভিন্ন প্রতীকী বিষয় যেমন পদ্ম, সর্প, মুখোশ, জল ইত্যাদির মাধ্যমে আধ্যাত্মিকতার ভেতর দিয়ে পৌরাণিকতাকে আলিঙ্গন করে এগিয়েছেন বাস্তবতার পথে। এ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে চিত্রিত তেমন ৩৫টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে শিল্পের এ আয়োজনে। এসব ছবির মূল উপজীব্য হচ্ছে অনাবৃত কিংবা প্রকৃতির নিরাভরণ, নিরলঙ্কার সৌন্দর্য ও বাস্তবতা। বিষয়ের সাথে সঙ্গতি রেখে বেশ কয়েকটি সিরিজে সাজানো হয়েছে কাজগুলো। এগুলোর মধ্যে আছে ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ট্রিফলিং’, ‘পাওয়ার অব ইটার্নিটি’, ‘কোয়েস্ট ইন রিবার্থ’, ‘ডোমেস্টিক এ্যানিম্যাল’ এবং ‘ইউ এ্যান্ড আই হ্যাভ কাম টু ফেইস কন্সিকোয়েন্সেস’। নয়দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ন্যাশনাল পারফর্মেন্স আর্ট ফেস্টিভ্যাল শুরু আজ ॥ দর্শকের সঙ্গে শিল্পীর সরাসরি সংযোগের এক মাধ্যম পারফর্মেন্স আর্ট। নিয়মের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়াযুক্ত শিল্পীর অনুভূতি প্রকাশেও এ মাধ্যমের জুড়ি নেই। রাজধানীর শিল্পরসিকদের জন্য সৃষ্টি হয়েছে বৃহৎ পরিসরে এ শিল্পমাধ্যমটি অবলোকনের সুযোগ। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ন্যাশনাল পারফর্মেন্স আর্ট ফেস্টিভ্যাল। শিল্পকলা একাডেমির ৮টি স্থানে অনুষ্ঠিত হবে এ উৎসব। আজ বিকেল ৩টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বরে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী কালিদাস কর্মকারকে আজীবন সম্মাননা এবং শিল্পী মাহবুবুর রহমানকে পারফর্মেন্স আর্ট সম্মাননা প্রদান করা হবে। উৎসব করবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন নাট্যজন আতাউর রহমান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিটিএ’র প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী। পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন (পিটিএ) আয়োজিত উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে পিটিএ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। ফেস্টিভ্যালের বিস্তারিত তথ্য তুলে ধরেন লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিয়া আন্দালিব প্রিমা, কামরুজ্জামান স্বাধীনসহ পারফর্মেন্স আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী কয়েকজন শিল্পী। সংবাদ সম্মেলনে জানান হয়, সবমিলিয়ে পারফর্মেন্স আর্ট ফেস্টিভ্যালে থাকবে ১৪টি পরিবেশনা। এসব পরিবেশনা উপস্থাপন করবেন শিল্পী ফারাহ্্ নাজ মুন, আবু নাসের রবি, কামরুজ্জামান স্বাধীন, অর্পিতা সিংহ লোপা, সালেহ মাহমুদ সুজন মাহাবুব, ঋতু সাত্তার ও অমল আকাশ। এছাড়া দলগত পরিবেশনায় অংশ নেবে লোক নাট্যদল। একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বর এবং লবি, নন্দন মঞ্চ, উন্মুক্ত প্রাঙ্গণ, জাতীয় নাট্যশালার লবি, জাতীয় চিত্রশালার লবি ও দ্বিতীয় তলা এবং চারু প্রাঙ্গণে বেলা ৩টা থেকে রাত আটটা পর্যন্ত উপস্থাপিত হবে বিষয়ভিত্তিক এসব পরিবেশনা। নবমদিনের একুশের অনুষ্ঠানমালা ॥ ‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই’ সেøাগানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশের অনুষ্ঠানমালা। দুই সপ্তাহব্যাপী এ আয়োজনের নবমদিন ছিল বৃহস্পতিবার। এদিন দলীয় সঙ্গীত পরিবেশন করে সুর-সাগর ললিতকলা কেন্দ্র। একক কণ্ঠে গান শোনান অলক দাশগুপ্ত, আরিফ রহমান ও তামান্না নিগার তুলি। পথনাটক পরিবেশন করে খেয়ালী নাট্যগোষ্ঠী ও দৃষ্টিপাত নাট্য সংসদ। দলীয় আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন তিতাস রোজরিও ও সাবিরা মাহবুব জনি। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ। শিশু-কিশোর পরিবেশনায় অংশ নেয় রঙ্গপীঠ শিশুদল। আজ শুক্রবার শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। বিভিন্ন সংগঠন পরিবেশন করবে দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় নৃত্য, শিশু-কিশোর পরিবেশনা ও পথনাটক।
×