ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ ও নওগাঁর চার রাজাকার শোন এ্যারেস্ট, একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৫:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ময়মনসিংহ ও নওগাঁর চার রাজাকার শোন এ্যারেস্ট, একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ ও নওগাঁর ৪ রাজাকারকে মানবতাবিরোধী মামলায় শোন এ্যরেস্ট (গ্রেফতার দেখানো ) ও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে নড়াইলের আব্দুল ওয়াহাবসহ তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ মার্চ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়া মারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের ১২ তম সাক্ষী মোঃ নুরুল হক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে বলেছেন, রাজাকাররা গণেশ চন্দ্র বর্মণকে রশি দিয়ে বেঁধে বস্তায় ভরে দড়িয়াব্রিজ থেকে ঘাঘট নদীতে ফেলে হত্যা করে। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ২০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ দিন নির্ধারণ করে। এ সময় প্রসি্িকউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, প্রসিকিউটর আবুল কালাম ও প্রসিকিউটর রিজিয়া সুলতান চমন উপস্থিত ছিলেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, নওগাঁর তিন রাজাকার রেজাউল করিম মন্টু, ইসহাক আলী ও শহীদ ম-ল বিশেষ ক্ষমতায় গ্রেফতার আছে। অন্যদিকে ময়মনসিংহের রাজাকার সামছুল হক বাচ্চুও অন্য মামলায় গ্রেফতার আছে। তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হলে ট্রাইব্যুনাল উপরোক্ত আদেশ প্রদান করে। নওগাঁর আরেক রাজাকার পলাতক আছে । রাজাকার ঘোড়া মারা আজিজ ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়া মারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের ১২ তম সাক্ষী মোঃ নুরুল হক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, একাত্তরের ৯ অক্টোবর সকাল আনুমানিক ৮ সাড়ে ৮ টার দিকে রাজাকার আসামি আব্দুল আজিজ ওরফে ঘোড়া মারা আজিজ, ্রাজাকার আসামি রুহুল আমিন, রাজাকার আসমি আব্দুল লতিফ, রাজাকার আসামি মোহাম্মদ আলী, রাজাকার আসামি নাজমুল আলম ওরফে নাজমুল হুদা ও রাজাকার আসামি আব্দুল রহিম তাদের সঙ্গীয় ১৪/ রশি দিয়ে বেঁধে বস্তায় ভরে দড়িয়াব্রিজ থেকে ঘাঘট নদীতে ফেলে হত্যা করে। ১৫ রাজাকার আমাদের প্রতিবেশী গণেশ চন্দ্র বর্মণের বাড়ি আক্রমণ করে। রাজাকাররা গণেশ চন্দ্র বর্মণকে রশি দিয়ে বেঁধে বস্তায় ভরে দড়িয়াব্রিজ থেকে ঘাঘট নদীতে ফেলে হত্যা করে।
×