ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরল

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরল

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৯ দিনের সফর। একটি ঐতিহাসিক টেস্ট। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকল ভারতের মাটিতে বাংলাদেশের খেলা প্রথম টেস্টের উজ্জ্বল নিদর্শন হয়ে। ৫ দিন পর্যন্ত লড়াই করেই হেরেছে বাংলাদেশ দল। বিশ্বের এক নম্বর দল ভারত স্বাগতিক হিসেবে এমনিতেই এগিয়ে ছিল। তবে প্রশংসনীয় নৈপুণ্য দেখিয়েছে মুশফিকুর রহীমের দল। সোমবার ম্যাচ শেষ করে মঙ্গলবার দুপুরেই দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে অধিনায়ক মুশফিক দলের সঙ্গে আসেননি, তারা পরে ফিরবেন। আর পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ খেলার জন্য আরব আমিরাতে চলে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসানও যোগ দেবেন পরবর্তীতে। আপাতত দেশে ফিরেছেন এ অলরাউন্ডার। হায়দরাবাদ টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। আর সেখানে টস জিতে আগে ব্যাটিং নেয় শক্তিশালী ভারত, গড়ে তোলে রানের পাহাড়। তবে বাংলাদেশ দলও মোক্ষম জবাব দিয়েছে ব্যাট করতে নেমে। ৬৮৭ রানের বোঝা মাথায় নিয়েও ৩৮৮ রান করে মুশফিকের সেঞ্চুরি ও সাকিবের ৮২ রানের সুবাদে। অবশ্য দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে বেসামাল হয়ে ২৫০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারতের মাটিতে ১৭ বছরে প্রথমবারের মতো টেস্ট খেলার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। এই অভিজ্ঞতাটা দারুণ কার্যকর ভূমিকা রাখবে আসন্ন শ্রীলঙ্কা সফরে। আগামী ৭ মার্চ প্রথম টেস্ট দিয়ে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ শুরু করবে মুশফিকের দল। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার ১০ দিনের ছুটি পাবেন ক্রিকেটাররা। কয়েকদিন অনুশীলন করেই চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ওই সিরিজে আছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা মিশনের জন্য অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। আর ২৭/২৮ ফেব্রুয়ারি দল ঢাকা ত্যাগ করবে। হায়দরাবাদ টেস্ট শেষ করে ভারতেই থেকে গেছেন অধিনায়ক মুশফিক ও তাইজুল। ১০ দিনের ছুটিটা কাজে লাগিয়ে কয়েকদিন ঘুরাঘুরি করবেন তারা। আর মাহমুদুল্লাহ ও তামিম গেছেন আরব আমিরাত। গত ৯ ফেব্রুয়ারিই শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পাকিস্তানের টি২০ আসর পিএসএলের দ্বিতীয় সংস্করণ। সেখানে কয়েকটি ম্যাচে অংশ নেবেন এ দুই বাংলাদেশী ক্রিকেটার। পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম। আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে নামবেন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদুল্লাহকে বেছে নেয় দলটি। পারিবারিক কারণে হজ এবার খেলছেন না। এ আসরে গতবার করাচী কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। এ আসরে তারা সাকিবকে ছেড়ে দিয়েছে। তবে বন্ধু তামিমের সঙ্গে পেশোয়ার জালমির জার্সিতে তিনি। আপাতত সাকিব না গেলেও কয়েকদিন পরই তিনি জালমিতে যোগ দেবেন। তাই দলটি সাকিবের বদলি হিসেবে ঠিক করেছে শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশানকে। আর তামিমের জায়গায় এতদিন ছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। অবশ্য কয়েকটা ম্যাচ খেলেই আবার দেশে ফিরতে হবে এ তিন ক্রিকেটারকে। শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
×