ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সাত খুন মামলা

মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সেলিমের আত্মসমর্পণ

প্রকাশিত: ০৪:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সেলিমের আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ॥ চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আরেক আসামী নূর হোসেনের সহযোগী ওয়াহিদুজ্জামান সেলিম নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আত্মমর্পন করেছে। মঙ্গলবার দুপুরে সে আইনজীবির মাধ্যমে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আদালতে আত্মসমর্পণ করে। পরে শুনানী শেষে আদালত সেলিমকে কারাগারের কনডেম সেলে প্রেরণের নির্দেশ দেয়। এই মামলায় রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আরও ৬ আসামীসহ মোট ৯ আসামী পলাতক রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, এই মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নূর হোসেনের সহযোগী ওয়াহিদুজ্জামান সেলিম রায় ঘোষণার ২৭ দিনের মাথায় আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারের কনডেম সেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলায় রায়ে র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্ণেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানা এবং মামলার প্রধান আসামী বরখাস্ত সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদন্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। আসামীদের মধ্যে র‌্যাবের ৮ জনসহ ১২ আসামী পলাতক ছিল। এদের মধ্যে গত বৃহস্পতিবার মাগুরা থেকে পুলিশ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সার্জেন্ট এনামুল কবিরকে গ্রেফতার করে। গত রবিবার দীর্ঘ দিন পলাতক থাকার পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সৈনিক আবদুল আলিম আদালতে আতœসমর্পন করে। মঙ্গলবার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের সহযোগী সেলিম আদালতে আত্মসমর্পণ করে। বর্তমানে সাত খুন মামলার দন্ডপ্রাপ্ত ৯ আসামী পলাতক রয়েছে। এদের মধ্যে র‌্যাবের ছয়জন। আসামীদের মধ্যে ৬ মৃত্যুদন্ডপ্রাপ্ত ও ৩ জন বিভিন্ন মেয়াদে কারাদন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে। ৫ খুন মামলায় দুই বিচারকের আদালতে সাক্ষ্যগ্রহণ ॥ নারায়ণগঞ্জে মা মেয়ে ও ছেলেসহ একই পরিবারের ৫ খুনের মামলায় দুই বিচারক আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় এ পর্যন্ত ৩০ জন সাক্ষীর ১৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
×