ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরায় ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৩ ফেব্রুয়ারি ॥ রবিবার সকালে মাগুরা যশোর ভায়া আড়পড়া সড়কের শালিখার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত লোহার সেতুটি প্রচ- শব্দে ভেঙ্গে পড়ে। এতে ২ জন আহত হয়েছে। একই সঙ্গে তিনটি ট্রাক উঠলে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় মাগুরা যশোর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আহত ২ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা খুলনার অধিকাংশ কোচ এই সড়ক দিয়ে চলাচল করে। সেতুতে একই সঙ্গে তিনটি ট্রাক ওঠে । এর মধ্যে দুটি ট্রাক লোড একটি পাথর বোঝাই এবং অন্যটি মাল বোঝাই এবং অপরটি কাভার্ড ভ্যান। চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে অর্থদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ট্রেড লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়াসহ হালনাগাদ লাইসেন্স ফি আদায় করা হয়। সোমবার এ অভিযান পরিচালিত হয়। দ-িত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ষোলশহর মেয়র গলিসংলগ্ন সিজল মিষ্টির শোরুম, ষোলশহর শপিং সেন্টার এলাকার মিষ্টিমুখ, শেখ ফরিদ মার্কেটের শাপলা ক্লথ স্টোর, চিটাগাং শপিং কমপ্লেক্সের গোধুলী এবং কিশোরী ফেব্রিক্স। এ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তাৎক্ষণিকভাবে বকেয়াসহ হালনাগাদ ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়।
×