ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পহেলা ফাল্গুনের নাটক ‘তোমাকে আসতেই হবে’

প্রকাশিত: ০৪:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

পহেলা ফাল্গুনের নাটক ‘তোমাকে আসতেই হবে’

স্টাফ রিপোর্টার ॥ বসন্ত ঋতুর প্রথম দিন আজ। পহেলা ফাল্গুনে প্রচার হবে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘তোমাকে আসতেই হবে’। বিশেষ দিনের বিশেষ নাটকটি আজ সোমবার আরটিভিতে প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ, সাফা কবির, আনন্দ খালেদ, ফাহিম হাসান প্রমুখ। ‘তোমাকে আসতেই হবে’ নাটকের গল্পে দেখা যাবে, পরীক্ষায় ফেলটুস সাব্বির (তৌসিফ) স্টিভ জবসকে আইডল মনে করে। কিছু একটা করে গুরু স্টিভ জবসের মতো সে সবাইকে তাক লাগিয়ে দিতে চায়। শুরুতেই সে একটি অনলাইন বিজনেস চালু করতে চায়, যেখানে সে শুধু নূপুর বিক্রি করবে। অনলাইন পেজে নূপুরের ছবি দেয়া নিয়ে বিপাকে পড়ে সে। কারণ, ছবি দিতে হলে যে কোন মেয়ের সুন্দর পা দরকার। ওই পায়ে নূপুর পরিয়ে ছবি তোলা হবে। কিন্তু সুন্দর পা কোথায় পাবে! পা খুঁজতে গিয়ে জোয়ানার (সাফা) সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে সাব্বির। জোয়ানারও ভাল লাগে সাব্বিরকে। প্রেম হয় দুজনের। এরপর একটির পর একটি ঘটনা ঘটতে থাকে। এগিয়ে যায় নাটকের গল্প। ‘তোমাকে আসতেই হবে’ নাটকে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বললেন, নাটকটি দেখে মানুষ হাসতে হাসতে কেঁদে ফেলবে। নাটকে অভিনয় করে খুব মজা পেয়েছি। সাফা কবির বললেন, নাটকটি মানুষকে প্রেমে ফেলতে সাহায্য করবে। নাটকের গল্পটি বেশ রোমান্টিক। অভিনয় করার সময় আমি সেটা অনুভব করেছি।
×