ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার এ কাজের জবাবে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থন ঘোষণা

ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ০৪:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া রবিবার একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এর নিন্দা করেছে। খবর এএফপি ও বিবিসির। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে প্রায় ৫শ’ কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। পিয়ংইয়ং এর আগেও একাধিক পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি বার বার এ ধরনের পরীক্ষা করা ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে চলায় আঞ্চলিক উত্তেজনা অব্যাহত আছে। খবরে বলা হয়, কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল নর্থ পিয়ংগান প্রদেশের বাংহিয়ন বিমান ঘাঁটি থেকে রবিবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করা গেছে। বিষয়টি ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। প্রতিরক্ষা দফতরের বিবৃতি এলেও পররাষ্ট্র দফতরের থেকে কোন বিবৃতি এখন আসেনি। সেনাবাহিনী প্রধান জয়েন্ট চিফস অব স্টাফসের দফতরের একজন কর্মকর্তা বলেছেন তারা মনে করেন নতুন মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের জবাবে পিয়ংইয়ং এ কাজ করেছে। দ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উ. কোরিয়ার বার বার এ ধরনের উস্কানি কিম জং উন সরকারের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের অযৌক্তিক উচ্চাভিলাষেরই বহিঃপ্রকাশ। জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় প্রবেশ করেনি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় উত্তর কোরিয়াকে কড়া প্রতিবাদ জানানো হবে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পদক্ষেপকে ‘ক্ষমতার প্রদর্শন’ বলে বর্ণনা করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এই প্রেক্ষাপটে ট্রাম্প জাপানকে যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থনের আশ্বাস দিয়েছেন। উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তিনি এ আশ্বাস দেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি কেবল সবাইকে জানাতে ও বোঝাতে চাই যে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থন আছে।’ তিনি উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টিকে ‘অসহ্য’ বলে উল্লেখ করেন। উত্তর কোরিয়া যখন কিম জং উনের প্রয়াত পিতা কিম জং উনের জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তার কয়দিন আগে আবে যুক্তরাষ্ট্র সফরে গেলেন। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ শীঘ্রই পরমাণু অস্ত্র বহণক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় সতর্ক করে বলেছিলেন, ‘উত্তর কোরিয়া তেমন কিছু ঘটালে যুক্তরাষ্ট্র্র প্রতিক্রিয়া জানাতে দেরি করবে না।’ উত্তরের হুমকি মোকাবেলায় এ বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোরও ঘোষণা দেন তিনি। নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছিল, তাদের এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে পারবে। গত সেপ্টেম্বরে দেশটি পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল। বিশেষজ্ঞরা সে সময় বলেছিল, উত্তর কোরিয়া দাবি করলেও তাদের প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করেনি।
×