ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মেলায় মুকুল রায়ের চার বই

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মেলায় মুকুল রায়ের চার বই

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম নন্দিত কবি ও লেখক কবি মুকুল রায়। প্রতিবারের মত এবারের বইমেলায় আসছে তার রচিত চারটি বই। এগুলো হলো ‘ছোটমণিদের ছোট ছোট ছড়া’, কাব্যগ্রন্থ ‘পরিযায়ী মহাকাল’, ভ্রমণকাহিনী ‘সুন্দরীদের দেশে’ এবং ‘ছোটদের সুন্দরবন’। এর মধ্যে ভ্রমণ কাহিনী ‘সুন্দরীদের দেশে’ বইটি নিয়ে আশাবাদী মুকুল রায়। এ সপ্তাহের শেষের দিকে তার কাব্যগ্রন্থ ‘পরিযায়ী মহাকাল’ এবং ছড়ার বই ‘ছোটমণিদের ছোট ছোট ছড়া’ বইমেলায় আসবে। কবি মুকুল রায়ের ৫টি কাব্যগ্রন্থ, দুটি গল্পগ্রন্থ, একটি ভ্রমণ উপন্যাস, ৪টি ছড়ার বই, ২টি শিশুতোষ গল্পের বইসহ ১৪টি গ্রন্থ প্রকাশ হয়েছে। তার রচিত ১১টি গানের এ্যালবাম প্রকাশ হয়েছে। আসাম ভ্রমন নিয়ে তার ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাসটি কোলকাতার একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়। এর পর আসামের রাজধানী গৌহাটিতে অসমিয়া ভাষায় প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঢাকার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এইউবিসহ প্রায় দুই ডজন সাহিত্য সংগঠন কর্তৃক সম্মাননাপ্রাপ্ত হয়েছেন কবি। দুই দেশে একাধিক কবি সাহিত্যিক তার লেখার প্রশংসা করে বহুমাত্রিক লেখক হিসেবে অভিহিত করেছেন। সব মিলে দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন এই লেখক। সম্প্রতি দেশের একটি ঐতিহ্যবাহী সাহিত্য-পত্রিকা লিটল ম্যাগ ‘শব্দ’ কবিকে নিয়ে ‘মুকুল রায় স্মারক সংখ্যা’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে যা ওই পত্রিকাটির ৪৫ বছরের প্রকাশনার বিশেষ স্মারক হিসেবে নন্দিত হয়েছে।
×