ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দর স্টেশন এলাকায় দুর্বৃত্তদের উৎপাতে অতিষ্ঠ যাত্রী সাধারণ

প্রকাশিত: ০৮:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিমানবন্দর স্টেশন এলাকায় দুর্বৃত্তদের উৎপাতে অতিষ্ঠ যাত্রী সাধারণ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে দুর্বৃত্তদের উৎপাতে যাত্রীরা অতিষ্ঠ। প্রায় প্রতিদিনই যাত্রী হয়রানির পাশাপাশি ছিনতাই, ব্যাগ চুরি ও টয়লেট ব্যবহারের অজুহাতে জোরপূর্বক টাকা আদায়ের মতো অভিযোগ মিলছে। কয়েকটি খাবার দোকানে সামনে কৃত্রিম জটলা সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরি করা হয়। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ রহস্যজনকভাবে উদাসীন। গত সপ্তাহে এ ধরনের অন্তত এক ডজন অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় যাত্রীর অভিযোগ, টয়লেট ব্যবহারের সময় অতিরিক্ত টাকা না দেয়ায় তাদেরকে অপদস্ত করা হয়। দুজনের অভিযোগ, টিকেট কাউন্টার থেকে প্লাটফর্মে প্রবেশ করার সময় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানের সামনে কৃত্রিম জটলা তৈরি করে তাদের মানিব্যাগ হাতিয়ে নেয়া হয়। অন্যরা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীর উপস্থিতিতেই ছিনতাই করা হয়, একজনের কানের দুল, আরেকজনের মানিব্যাগ, দুজনের লাগেজ থেকে চুরি করা হয়। এ সম্পর্কে রেলস্টেশন সূত্র জানায়, টয়লেট ছাড়াও এখানে তিনটে দোকানের সামনে কৃত্রিম জটলা তৈরি করে যাত্রীদের মালামাল ও মানিব্যাগ চুরি করা হয়। এখানকার সংঘবদ্ধ একটি চক্র রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে বিনা টেন্ডারে এই টয়লেট ও দোকান ব্যবসার নামে দুর্র্বৃত্তদের নিরাপদ ঘাটিতে পরিণত করেছে এই স্টেশনকে। স্থানীয় থানা পুলিশ ও রেলপুলিশের কাছে নালিশ জানিয়েও প্রতিকার পাচ্ছে না সাধারণ যাত্রীরা।
×