ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরিবর্তিত বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

অপরিবর্তিত বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। ভুটানের কাছে ৩-১ গোলে হারের পর ১৮৮তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। গত মাসে আরও দুই ধাপ পিছিয়ে ১৯০ নম্বরে নেমে যায় তারা। চলতি মাসের র‌্যাঙ্কিংয়েও আগের অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত (১৩০)। এর পরের অবস্থানে আছে মালদ্বীপ (১৪০), আফগানিস্তান (১৪৫), নেপাল (১৭৩) ও ভুটান (১৭৭)। বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা (১৯৬) ও পাকিস্তান (১৯৮)। এদিকে র?্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে নেইমারের ব্রাজিল। পরের তিনটি স্থানও অপরিবর্তিত আছে (জার্মানি, চিলি ও বেলজিয়াম)। কলম্বিয়াকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফ্রান্স। সাত থেকে দশে আছে যথাক্রমে পর্তুগাল, উরুগুয়ে এবং স্পেন। র?্যাঙ্কিংয়ে সবচেয়ে উন্নতি আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুনের। ২৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে রয়েছে দলটি। বঙ্গবন্ধু গোল্ডকাপ পেছাল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। কিন্তু যথাসময়ে মাঠে গড়াচ্ছে না আসরটি। প্রায় দুই সপ্তাহ পিছিয়ে মার্চের শেষ সপ্তাহে মাঠে গড়াবে এ আসরটি। টুর্নামেন্ট পেছানোর মূল কারণ শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। আট দলের এ প্রতিযোগিতা শেষ হওয়ার পর (১৮ ফেব্রুয়ারি-১ মার্চ) ফুটবলারদের কিছুটা বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ব্যাটিংয়ে মন দিতে চান আজহার স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর এবার নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান পাকিস্তানী তারকা ক্রিকেটার আজহার আলী। আসন্ন ২০১৯ বিশ্বকাপে নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিতে চান সদ্য নেতৃত ছেড়ে দেয়া আজহার। তার পরিবর্তে পাক ওয়ানডে দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন আগেই টি২০’র দায়িত্ব পাওয়া সরফরাজ আহমেদ। গত মাসে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারার পর ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ৩১ বছর বয়সী আজহারকে ডেকে পাঠান। এরপর বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শুক্রবার সংবাদ মাধ্যমকে আজহার বলেন, ‘আমি ব্যাটিংয়ের দিকে আরও বেশি মনোযোগ দিতে চাই। আমার ব্যাটিং যেন আগামীতে আর শক্তিশালী হয় সে লক্ষ্য নিয়ে আমি টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়িয়েছি।’ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলে মাত্র ৩৭ রান করতে পেরেছেন আজহার । ইনজুরির কারণে বাকি দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। আজহার বলেন, ‘পাকিস্তান দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্ববোধ করছি। আমি সাধ্যমত সেরাটা দেয়ার চেষ্টা করেছি। যদিও ফলাফল আমাদের পক্ষে আসেনি।’ ২০১৫ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর তৎকালীন অধিনায়ক মিসবাহ-উল হক নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তার পরিবর্তে আকস্মিকভাবে অধিনায়ক নিযুক্ত হন আজহার আলী। অথচ এর ১৫ মাস আগেও পাকিস্তান জাতীয় দলে ছিলেন না তিনি। প্রথম মিশনেই বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তান দলের হয়ে ৩১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি ১৮টিতে হেরেছেন। জয়লাভ করেছেন ১২টি ম্যাচে। একটি ম্যাচে কোন ফলাফল আসেনি।
×