ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভূমিদস্যুদের গ্রেফতার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭

ভূমিদস্যুদের গ্রেফতার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিরীহ এলাকাবাসীর জমি না কিনে জবর দখল করে বালু ভরাট, প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ বিভিন্ন অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও মামলা হামলা থেকে বাদ পড়েনি। এসব নিয়ে বেশ কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে এলাকাবাসী। এছাড়া প্রতিবাদী যুবলীগ নেতা ইস্রাফিলের বাড়িঘরে অগ্নিসংযোগ হামলা ভাংচুর, ফাঁকা গুলি, লুটপাট ও আহতের ঘটনায় জড়িত ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে তিনটি স্পটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ উপজেলা জমি রক্ষা কমিটি। শুক্রবার বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে নেতৃত্ব দেন, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, ছাত্রলীগ নেতা ফয়সাল।
×