ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে ৪ লাখের বেশি বাংলাদেশী

প্রকাশিত: ০৯:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে ৪ লাখের বেশি বাংলাদেশী

বিডিনিউজ ॥ তুষার ঝড়ে কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যাতে স্থবির হয়ে পড়েছে কানেটিকাট, রোড আইল্যান্ড, পেনসিলভেনিয়া, নিউজার্সি ও নিউইয়র্কের জনজীবন। এসব এলাকায় চার লাখের বেশি বাংলাদেশীসহ প্রায় ২৮ লাখ আমেরিকানের বসবাস। এলাকাগুলো সড়ক, রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫৫ মাইল বেগে বয়ে যায় এ তুষার ঝড়। এতে ওই এলাকাগুলোতে এরই মধ্যে কয়েক ইঞ্চি বরফ জমেছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনের তথ্য। তুষার ঝড়ের কারণে সন্ধ্যায় বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটি, নর্দার্ন নিউজার্সি, হাডসন ভ্যালি, ফিলাডেলফিয়া, কানেটিকাটের উপকূলীয় এলাকা এবং লং আইল্যান্ডের বাসিন্দারা পড়েছে এই শীতকালীন ঝড়ের কবলে। নিউইয়র্ক শহর ও এর আশপাশের সব পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিয়ো। নিউ জার্সি, লং আইল্যান্ড ও ফিলাডেলফিয়ায় পাবলিক স্কুল ছাড়াও অনেক সরকারী অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
×