ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আর্সেনাল ছেড়ে বেয়ার্ন মিউনিখে যোগ দিতে বললেন

ওজিলকে পরামর্শ বালাকের

প্রকাশিত: ০৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ওজিলকে পরামর্শ বালাকের

স্পোর্টস রিপোর্টার ॥ মেজর কোন শিরোপা জিততে হলে আর্সেনাল ছেড়ে বেয়ার্ন মিউনিখে যাও। হ্যাঁ, মেসুত ওজিলকে এমন পরামর্শই দিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মাইকেল বালাক। এ প্রসঙ্গে সাবেক চেলসির মিডফিল্ডার বলেন, ‘খেলোয়াড় হিসেবে মেসুত ওজিল বিস্ময়কর প্রতিভার অধিকারী। আর্সেনালেও অবিতর্কিত খেলোয়াড় সে। তাকে বিশ্বের অনেক ক্লাবই ভালবাসে। সে লন্ডনে বাস করে যা বিশ্বের সবচেয়ে সুন্দরগুলোর একটি। ক্লাব হিসেবে আর্সেনালেরও রয়েছে বিশ্ব ফুটবলে অবিশ্বাস্য রকমের প্রভাব। কিন্তু সে যদি মেজর শিরোপা জিততে চায় তাহলে তাকে বেয়ার্ন মিউনিখে যেতে হবে। কারণ বেয়ার্নে থেকেই তা জয়ের দারুণ সুযোগ ওজিলের।’ ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব চেলসির হয়ে চারটি বছর খেলেছেন বালাক। ২০০৯-১০ মৌসুমে লীগ শিরোপা জয়েরও স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে লীগ কাপ, এফএ কাপ, কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বালাক। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের জার্সিতে তিনবার বুন্দেসলিগা শিরোপা জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। তাই দুই লীগের পার্থক্যটা মাইকেল বালাকের চেয়ে আর কারও ভাল জানার কথা নয়। ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে চার নাম্বারে রয়েছে আর্সেনাল। মৌসুমের প্রথম ২৪ ম্যাচ থেকে ১৪টিতে জয় পেয়েছে গানাররা। আর্সেন ওয়েঙ্গারের দলের সংগ্রহে ৪৭ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মাইকেল বালাকেরই সাবেক ক্লাব চেলসি। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ১২। তাই এই মুহূর্তে ব্লুজরা যেভাবে ছুটে চলেছে তাতে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। চেলসির পরে লীগ টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার সিটি। এদিকে গুঞ্জন রয়েছে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনাতেও যোগ দিতে পারেন আর্সেনালের জার্মান সুপারস্টার ওজিল। আগামী মৌসুমেই নাকি মেসি-নেইমারদের সঙ্গে মাঝমাঠ মাতাতে কাতালান ক্লাবটিতে যোগ দিতে পারেন তিনি। এর পেছনে যুক্তিও রয়েছে। স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি বার্সা ছাড়ার পর থেকেই মাঝ মাঠ নিয়ে বেশ ভুগতে হচ্ছে বার্সাকে। মাঝ মাঠের দুর্বলতা দূর করতে বার্সার পছন্দের তালিকায় প্রথমেই রাখা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারকে। আর্সেনালের সঙ্গে এখনও ১৮ মাসের চুক্তি রয়েছে ওজিলের। ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই জার্মান তারকা। প্রতি সপ্তাহে ওজিল ১ লাখ ৮০ হাজার পাউন্ড পারিশ্রমিক পান। তবে তার পারিশ্রমিক বাড়ানোর কথা বলেছেন ওজিল। ২ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিক দেয়ার দাবি করেছেন তিনি। তাছাড়া আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গারও আগামী মৌসুমে ক্লাবটিতে থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একইসঙ্গে ওজিলের দাবি করা এমন বেশি পারিশ্রমিক দিতেও রাজি নয় আর্সেনাল। তবে ওজিলের জন্য ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তাহলে কি মেসি, নেইমার ও সুয়ারেজদের সঙ্গে বার্সায় দেখা যাবে ওজিলকে? নাকি আর্সেনাল ছেড়ে স্বদেশী ক্লাব বেয়ার্নে যাবেন ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে মাইকেল বালাক কিন্তু ওজিলের আর্সেনালে যাওয়ার সিদ্ধান্তটাকেই ভুল বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে জার্মানির সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘আমি সত্যিই জানি না ওজিল কিভাবে মাদ্রিদ ছেড়ে আর্সেনালে এসেছে। ওর মতো খেলোয়াড় রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদে খেলার যোগ্যতা রাখে। আমার ঐচ্ছিকতা এই জায়গাটাতেই। আপনি দেখবেন ওর কিছুটা সমস্যা হচ্ছে আর্সেনালে। আমার মনে হচ্ছে ওজিল ওর স্বাভাবিক খেলাটা খেলছে। কিন্তু ক্লাবের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ওর সময় দরকার।’ তবে ধীরে ধীরে ওজিল নিজেকে আর্সেনালের সঙ্গে ঠিকই মানিয়ে নিয়েছেন। কিন্তু তারপরও নতুন চুক্তির ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
×