ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শতক করেই মাঠ ছাড়লেন বিজয়

প্রকাশিত: ০৬:০০, ১০ ফেব্রুয়ারি ২০১৭

শতক করেই মাঠ ছাড়লেন বিজয়

স্পোর্টস রিপোর্টার, হায়দরাবাদ থেকে ॥ বাউন্স বল হলে একটু পেছনে গিয়ে শট খেলেন। আর নিচু বল হলে নিজেকে সামলে নিয়ে সোজা শট খেলেন। সহজ ফর্মুলা ভারতের ওপেনার মুরালি বিজয়ের। আর তাতেই দ্রুত সাফল্য মিলছে। যে সাফল্যে এবার ভুক্তভোগী বাংলাদেশ দল। বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু হওয়া বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টে শতক করেই মাঠ ছাড়েন বিজয়। এ ওপেনার ১৬০ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০৮ রান করে আউট হয়েছেন। এ মুহূর্তে ভারতের সেরা টেস্ট ওপেনার কে? প্রশ্নটি উঠতেই একটি নাম সবার সামনে অনায়াসে চলে আসে। সেই নামটি হচ্ছে- মুরালি বিজয়। যিনি হায়দরাবার টেস্টে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন। কোন সুযোগ না দিয়ে অনায়াসে খেলে গেছেন। তার শতকে ভারতও বিশাল সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছে। ৮২ বলে ৫০ করার পর ১৪৯ বলে ১০০ রান করে ফেলেন বিজয়। শেষপর্যন্ত দলের ২৩৪ রানের ব্যক্তিগত স্কোরবোর্ডে যখন ১০৮ রান, এমন সময় স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার শঙ্কা দূর করতে গিয়ে বোল্ড হয়ে যান। সাজঘরে ফেরার আগেই আসলে বাংলাদেশের বারোটা বাজিয়ে দেন। টেস্টের প্রথমদিনের দ্বিতীয় সেশন যখন শেষ হয়, তখন ভারতের স্কোরবোর্ডে ২০৬ রান জমা ছিল। এর মধ্যে বিজয়েরই ছিল ৯৮ রান। আর ২ রান হলেই শতক করে ফেলবেন বিজয়। এমন অবস্থায় খুব বেশি সময় নেননি। কামরুল ইসলাম রাব্বির বলটিকে পয়েন্ট ও কাভারের মাঝ দিয়ে শট নিয়ে ২ রান নিয়ে শতক পূরণ করে ফেলেন। শতক করার পর আউট হওয়ার আগে খুব বেশি আক্রমণাত্মক হননি নবম টেস্ট শতক করা এ ওপেনার। তবে শতক করার আগে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানকে ভুগিয়েছেন। সাকিবকে তো এক ওভারে চার-ছক্কা হাঁকিয়েছেন। তাইজুুলের বলেও বাউন্ডারি হাঁকিয়েছেন। কি নিখুঁত ব্যাটিং করছিলেন। শেষপর্যন্ত তাইজুলের বলে গিয়ে আউট হন। বিজয় যেন এখন ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যানই হয়ে উঠছেন। ২০১০ সালের পর ওয়ানডে ও টি২০ কোন ফরমেটেই খেলেননি। তবে টেস্টে নিয়মিতই আছেন। বিজয় এখন ভারতের টেস্ট স্প্যাশালিস্ট ব্যাটসম্যান হয়ে গেছেন। টেস্টে এ ব্যাটসম্যান তো রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছেন। প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটি পেতে ৮ ম্যাচ অপেক্ষা করতে হয়। তবে এরপর সাফল্য যেন বিজয়ের মুঠোয় এসে ধরা দিয়েছে। সর্বশেষ ৬ টেস্টের তিনটিতেই শতক করেছেন বিজয়। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ও চতুর্থ টেস্টে শতক করেছেন। ৪৮ টেস্টে ৪১.১০ গড়ে ৯ শতকসহ ৩২৮৮ রানও করে ফেলেছেন বিজয়। বিজয় যেন ভারতের ভরসা হয়ে উঠেছেন। ওপেনিংয়ে সুনীল গাভাস্কার নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এরপরই রয়েছেন বীরেন্দর শেবাগ। শতক করার দিক দিয়ে ওপেনিংয়ে ব্যাট করে গাভাস্কারের ৩৩ ও শেবাগের ২২ শতকের পরেই বিজয়ের অবস্থান। তিনি ৯ টেস্ট শতক করা ওপেনার গৌতম গম্ভীরের সঙ্গে সমান তালে আছেন। তবে ৪৪ ম্যাচের ৭৬ ইনিংসে বিজয় ৯ শতক করেছেন। সেখানে গম্ভীর খেলেছেন ৫৭ ম্যাচ। তাই গম্ভীরের চেয়ে এগিয়েই রয়েছেন বিজয়। বাংলাদেশের বিপক্ষে তো বিজয় যেন রীতিমতো আতঙ্ক। বাংলাদেশের বিপক্ষে ভারত সর্বশেষ ২০১৫ সালে টেস্ট খেলে, ফতুল্লায়। সেই টেস্টেও বিজয় শতক করেছিলেন। একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলেন। আবার যখন বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছেন, তখনও শতক করেই মাঠ ছেড়েছেন বিজয়।
×