ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৮ মার্চ

প্রকাশিত: ০৫:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৮ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক শিকদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশের দিন পিছিয়ে আগামী ৮ মার্চ ধার্য করেছে ট্রাইব্যুনাল। ইসহাক শিকদার ছাড়া অন্য আসামিরা হলো- আবদুল গণি হাওলাদার, আবদুল আওয়াল ওরফে মৌলবি আওয়াল, আবদুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি মোঃ সোহরাওয়ার্দী। ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল সাত্তার পালোয়ান। গত বছরের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এ পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা জারির পর পাঁচজনকেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায় বলেন, তাদের সকলের বয়স ষাটোর্র্ধ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) প্রাথমিক তদন্তে এসব অভিযোগ পেয়েছেন। উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনও আটজন বীরাঙ্গনা জীবিত আছেন। ট্রাইব্যুনালে ওই পাঁচ রাজাকারকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। শুনানিতে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালীতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধানে তদন্ত চলছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্তে ইতোমধ্যেই হত্যা ও ধর্ষণে জড়িত থাকার তথ্যপ্রমাণ মিলেছে।
×