ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্বকী হত্যার বিচার চেয়ে আয়োজিত কর্মসূচীতে সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৭:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ত্বকী হত্যার বিচার চেয়ে আয়োজিত কর্মসূচীতে সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি ॥ ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্বালন কর্মসূচীতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ তিনজন আহত হয়। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়। বুধবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার বিচার দাবিতে প্রথমে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ অবস্থান কর্মসূচী আয়োজন করে। সন্ধ্যার পর সাংস্কৃতিক জোট একই দাবিতে একই স্থানে মোমশিখা প্রজ্বালন কর্মসূচী আয়োজন করে। কর্মসূচী শেষ করে সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের বেশিরভাগ কর্মী চলে যাওয়ার পরে হামলার ঘটনা ঘটে। হামলায় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাসদ কর্মী এস এম কাদির ও করিম আহত হয়। এ বিষয়ে আহত ধীমান সাহা জুয়েল জানান, প্রথমে তিনজন উচ্ছৃঙ্খল যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে ত্বকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচীর শহীদ মিনারে টানানো ব্যানার কেটে ফেলে। মাইক্রোফোন স্ট্যান্ড ছুড়ে ফেলে। তিন যুবকের মুখে রুমাল বাঁধা ছিল।
×