ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নশিপেও নিষিদ্ধ রাশিয়া

প্রকাশিত: ০৬:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বচ্যাম্পিয়নশিপেও নিষিদ্ধ রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃখ আরও বেড়ে গেল রাশিয়ান এ্যাথলেটদের। এবার লন্ডনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপেও যে নিষিদ্ধ থাকছে দেশটির এ্যাথলেটরা। সময়টা মোটেও ভাল যাচ্ছে না রাশিয়ান এ্যাথলেটদের। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে একের পর এক সমস্যায় জড়াচ্ছেন তারা। ডোড কেলেঙ্কারিতে জড়িয়ে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছিল রাশিয়ার এ্যাথলেট দল। ধারণা করা হচ্ছিল লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে ফিরবে তারা। কিন্তু তেমনটা আর হচ্ছে না। নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ার জন্য আসন্ন ইন্টারন্যাশনাল এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অংশ নেয়া হচ্ছে না তাদের। ইন্টারন্যাশনাল এ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো ঠিক এমনটাই জানিয়েছেন। ডোপিং কা- প্রকাশ্যে আসার পর ২০১৫ সালের নবেম্বর থেকে ১৫ মাস নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়াকে। এই নিষেধাজ্ঞার মেয়াদ প্রথমে মার্চ মাস পর্যন্ত বহাল ছিল। কিন্তু পরে আরও দু’মাস বাড়িয়ে তা জুন মাস পর্যন্ত করা হয়েছে। যে কারণে নবেম্বরের আগে রাশিয়ার আর আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হচ্ছে না। টাস্কফোর্সের সুপারিশে রাশিয়া এই মুহূর্তে নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়ে আনতে প্রস্তুত নয় বলে জানান হয়েছে। আন্তর্জাতিক এ্যাথলেটিক্সে রাশিয়ার ফিরে আসার ব্যাপারে একটি রোডম্যাপ তৈরি করে দেয়ার জন্য আইএএএফ থেকে একটি টাস্কফোর্স গঠন করে দেয়া হয়। সম্প্রতি মস্কোতে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশন, নতুন রাশিয়ান ক্রীড়ামন্ত্রী পাভেল কোলোবকভ ও টাস্কফোর্স নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই টাস্কফোর্স কিছু ইতিবাচক বিষয়ের পাশাপাশি উন্নতির ক্ষেত্রে কিছু নেতিবাচক বিষয়ও তুলে ধরে। ইতোমধ্যেই ৩৫ জন রাশিয়ান এ্যাথলেট আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপীল করেছে। গত সপ্তাহে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশন আপীল করা ৩১ জন এ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে, যাদের মধ্যে বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়নরা রয়েছেন। বিশ্ব এ্যান্টি-ডোপিং এ্যাজেন্সির তদন্তে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ্যাথলেটদের ডোপিং করানর অপরাধ প্রমাণ হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাথলেটরা রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেননি। তদন্ত প্রতিবেদনে প্রমাণ পাওয়া যায়, মস্কো রাষ্ট্রীয়ভাবে এক হাজারের বেশি এ্যাথলেটকে ডোপিং করিয়েছে।
×