ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপভোগ্য ম্যাচ হবে, বলছেন কুম্বলে

প্রকাশিত: ০৬:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

উপভোগ্য ম্যাচ হবে, বলছেন কুম্বলে

শাকিল আহমেদ মিরাজ ॥ ঘরের মাটিতে ভারত ভয়ঙ্কর। টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষে বিরাট কোহলির দল। সম্প্রতি ইংলিশদের উড়িয়ে দিয়েছে তারা। সুপার কোহলি, ক্ল্যাসিক্যাল চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ারদের নিয়ে গড়া দুর্ধর্ষ ব্যাটিং-লাইনআপ, বোলিংয়ে ‘নাম্বার ওয়ান’ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ‘মিস্ট্রিরিয়াস’ রবিন্দ্র জাদেজা, পেস আক্রমণে উমেশ যাদব-ইশান্ত শর্মা। হায়দরাবাদে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে স্বাগতিকরা নিশ্চিত ফেবারিট। তবে টাইগারদের সমীহ করছেন ভারত কোচ অনিল কুম্বলে। নিউজিল্যান্ড সফরে ম্যাচ জিততে না পারলেও মুশফিকুর রহীম-সাকিব আল হাসানদের খেলায় সন্তুষ্ট এই গ্রেট মনে করছেন, টেস্ট ম্যাচটা দারুণ উপভোগ্য হবে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সেরা দল গড়ে নিজ মাঠে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী টিম-ইন্ডিয়া বস। ‘বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভাল দল। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে যদিও ওরা সব ম্যাচেই হেরেছে, তবে দারুণ পারফর্মেন্স করেছে। ওই রকম কঠিন কন্ডিশনে গিয়ে এভাবে খেলতে পারাই বলে দিচ্ছে ওদের সামর্থ্য। সমীহ করতেই হবে। দলটিতে দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে, আছে ভাল অলরাউন্ডার। আমার বিশ্বাস টেস্ট ম্যাচটি দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে।’ নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে, টি২০, টেস্ট সব ম্যাচেই হারে বাংলাদেশ। তবে কঠিন কন্ডিশনে টেস্টে সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহীমের দেড় শ’ রানের ইনিংস, সৌম্য সরকারের ফর্মে ফেরা, প্রায় ৬শ’ রান করে ইনিংস ঘোষণাÑ বিষয়গুলো বিদেশের মাটিতে টাইগারদের উন্নতির প্রমাণ বলে মনে করেন কুম্বলে। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ৪-০তে উড়িয়ে দেয় কোহলির দল। স্বাগতিকরা ঠিক সেখান থেকেই শুরু করতে চায়। কোচ বলেন, ‘এখনও পর্যন্ত ঘরের মাটিতে আমরা খারাপ খেলিনি। এই টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে কুম্বলে আরও যোগ করেন, ‘আমার মনে হয় না, বাংলাদেশের বিপক্ষে আলাদা করে কিছু করতে হবে। আমরা যেমন খেলে আসছি সেটাই কেবল ধরে রাখতে হবে। নিজেদের ক্ষমতাটা মেপে নিতে চাই, ভবিষ্যতে কিভাবে এগোতে হবে, তার একটা পরিকল্পনা তৈরি করতে চাই।’ অমিত মিশ্র ইনজুরিতে পড়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। গত সিরিজ থেকেই টেস্ট অভিষেকের অপেক্ষায় প্রতিভাবান পেস বোলিং-অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। টিম কম্বিনেশনে বৈচিত্র্য আনতে পান্ডিয়া সুযোগটা পেয়ে যেতে পারেন বলেই ইঙ্গিত কোচের। ব্যাট হাতে ওপেনিংয়ে মুরলি বিজয়ের সঙ্গে লোকেশ রাহুল আছেন, বিকল্প হিসেবে অভিনব মুকুন্দকে নেয়া হয়েছে। অজিঙ্কা রাহানে পুরোপুরি ফিট। তার অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুণ নায়ার। সুতরাং শেষ পর্যন্ত একাদশে কাকে ছেড়ে কাকে রাখা হয় সেটি দেখার বিষয়। কুম্বলে বলেন, ‘করুণ চেন্নাইয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। তবে দলে রাহানের অবস্থান সম্পর্কেও আমরা জানি। তাই মিডলঅর্ডারে কী হবে, এখনও সেটি ঠিক করে উঠতে পারিনি। হায়দরাবাদের উইকেট দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়া হবে।’ একজন বাড়তি স্পিনার, নাকি পেসার? সে যাই হোক, বাংলাদেশের ২০ উইকেট নেয়ার সামর্থ্য তাদের ভালমতো আছে বলেই জানিয়েছেন তিনি।
×