ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা দু’মাস বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৬:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

টানা দু’মাস বন্ধের  পর আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ টানা দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে দেশের অন্যতম বৃহত আশুগঞ্জ সার কারখানা। যান্ত্রিক গোলযোগের কারণে গত ৫ ডিসেম্বর এ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারানোর পর বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। কারখনা থেকে চলতি অর্থবছরে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে ঘনঘন কারখানা বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ২৭ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর কারখানার এমোনিয়া প্লান্টের ত্রুটি দেখা দেয়। এরপর উৎপাদন বন্ধ হয়। স্থানীয় প্রকৌশলীরা দুই মাস মেরামত কাজ শেষ করে। তাই বুধবার সকাল ৯টা থেকে পুনরায় সার উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে। কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় উৎপাদন বন্ধ থাকলেও সার সঙ্কট দেখা দেয়নি। কারখানা ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, সার সঙ্কটের কোন আশঙ্কা নেই।
×