ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শারীরিক পরিশ্রম নারীর ডিম্বকোষের ক্ষতি করে

প্রকাশিত: ০৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

শারীরিক পরিশ্রম নারীর ডিম্বকোষের ক্ষতি করে

রাতে যে সব নারী কাজ করেন এবং যাদের কাজের ধরন ভারি জিনিস ও বহন করা তাদের ডিম্বকোষ নটা-পাঁচটা চাকরিজীবীদের চেয়ে কম ও নিম্নমানের হয়ে থাকে। নারীদের বন্ধ্যত্বের সম্ভাব্য কারণের ওপর এক সমীক্ষায় বুধবার এ তথ্য তুলে ধরা হয়। খবর এএফপির। আগের এক সমীক্ষায় কাজের ধরন ও গর্ভ সক্ষমতার মধ্যে একটা যোগসূত্র দেখানো হয়েছিল। কিন্তু এ সমীক্ষায় এই প্রথম পালা করে কাজ করা বা শারীরিক পরিশ্রমের কারণে শিশুজন্মদানে নারীর শারীরিক সক্ষমতা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা দেখানো হয়েছে। সমীক্ষকরা এ কথা বলেছেন। ম্যাসাচুয়েটসসে এক গর্ভসক্ষমতা বিষয়ক ক্লিনিকে প্রায় ৪শ’ নারীর ওপর এ সমীক্ষাটি চালানো হয় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দলটি সমীক্ষার উপাত্তগুলো বিশ্লেষণ করে। সমীক্ষাটি যাদের ওপর চালানো হয়েছে তাদের গড় বয়স ৩৫ বছর। ওই নারীদের কতগুলো ডিম্বকোষ পরিপক্কতা পায় এবং স্বাস্থ্যসম্মত ভ্রƒণগুলো কতটা সক্ষম তাও সমীক্ষায় তুলে ধরেছেন গবেষকরা। উপাত্তগুলো নারীদের কাজের ধরন ও সময়ের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ৪০ শতাংশ নারী বলেছে, তারা নিয়মিত কাজ করেন বা ভারি জিনিস আগলানোর কাজ করেন।
×