ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জোটের বৈঠক শেষে

ইসি নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রকাশিত: ০৮:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ইসি নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশনের বিষয়ে আজ মঙ্গলবার ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী কমিটির বৈঠকে বেশিরভাগ সদস্য নতুন নির্বাচন কমিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে কয়েকজন সদস্য এ নিয়ে নেতিবাচক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার পক্ষে অবস্থান নেন। বৈঠকের এক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার সিদ্ধান্ত হলেও পরে ২০ দলীয় জোটের বৈঠক শেষে তা করার সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, আজ মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে। এছাড়া পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তবে তাদের কেউ সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সামনে আসেননি। রাত সাড়ে ৯টার দিকে স্থায়ী কমিটির বৈঠকে নতুন ইসির সদস্যদের নিয়ে নিয়ে আলোচনা শেষে এই বিষয়ে কেউ মুখ খোলেনি। তবে মহাসচিবের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ২০ দলীয় জোটের জরুরী বৈঠক ডাকা হয়েছে। এরপর নতুন নির্বাচন কমিশনের বিষয়ে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন মহাসচিব। বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসি নিয়োগে সার্চ কমিটি গঠন করেন। ওই সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি দাবি করে হতাশা জানালেও তাদের আহ্বানে সাড়া দিয়ে নামের প্রস্তাব দিয়েছিল বিএনপি। সার্চ কমিটি সোমবার সন্ধ্যায় ১০টি নামের সুপারিশ জানানোর পর রাতেই পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। সাবেক সচিব নূরুল হুদার সঙ্গে কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী। মুক্তিযোদ্ধা কর্মকর্তা নূরুল হুদা বিএনপির শাসনামলে ওএসডি থাকা অবস্থায় ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। বিএনপির প্রস্তাব করা পাঁচটি নাম থেকে গল্পকার মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান। তিনি সংবাদ সম্মেলনে বলেন, মাহবুব তালুকদারের পাশাপাশি বিএনপি প্রস্তাবিত অধ্যাপক তোফায়েল আহমেদের নাম সার্চ কমিটির ১০ জনের তালিকায় এসেছিল। তার মধ্য থেকে একজন পেয়েছেন রাষ্ট্রপতির মনোনয়ন। নতুন কমিশনারদের মধ্যে সেনা কর্মকর্তা শাহাদত হোসেন ও বিচারক কবিতা খানমের নাম ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে এসেছিল বলে শফিউল আলম জানান।
×