ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১২, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ক্ষমতার অপব্যহার করে আদালতের নির্দেশ উপেক্ষা ও দুর্নীতির অভিযোগে কোতোয়ালি মডেল থানার ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বরিশাল বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল হক অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার বাদী হলেন নগরীর সিএ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা আবু সাইদ খলিফার স্ত্রী নিলুফা বেগম। মামলার বিবাদীরা হলেনÑ ওসি শাহ আওলাদ হোসেন, এসআই মামুন, ডাঃ আনোয়ার উল্লাহ, তার স্ত্রী রহিমা বেগম, আওয়ামী লীগ নেতা মুকিব হোসেন ও জামাল উদ্দিন ইউসুফ। মামলার প্রধান তিন সাক্ষী হিসেবে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ খান, কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান ও এসআই ওয়াহাব রয়েছেন। নালিশীতে বাদী উল্লেখ করেন, নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় সাত শতক জমিতে দোকানঘর ভাড়া দিয়ে ও ভাতের হোটেল দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। বিরোধীয় ওই জমি বণ্টনের জন্য আদালতে মামলা বিচারাধীন। ওই জমির মালিকানা দাবি করে বিবাদী আনোয়ার উল্লাহ ও রহিমা বেগম কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে থানার এসআই মামুন নোটিস দেন। গত ২৫ জানুয়ারি থানায় কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার পর ওসি ১০ লাখ টাকা নিয়ে জমির দখল ছেড়ে দিতে হুঙ্কার দেন। এতে রাজি না হওয়ায় ওসি বিবাদী ডাঃ আনোয়ারের কাছ থেকে ১০ লাখ টাকা নিজের কাছে রেখে জমি থেকে উচ্ছেদ করে দেয়ার প্রস্তাব দেন। তখন জমি থেকে উচ্ছেদের শঙ্কায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করা হয়। মামলায় জমি থেকে কোন ধরনের স্থাপনা উচ্ছেদ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি জিডির মাধ্যমে অবহিত করা হয়। এর পরেও ওসি জমি থেকে তাদের উচ্ছেদ করার হুমকি দেয়া অব্যাহত রাখেন। তখন বিষয়টি উপ-কমিশনার আব্দুর রউফ খানকে অবহিত করা হয়। আদালতের নির্দেশনার ভিত্তিতে জমিতে পরবর্তী কোন কার্যক্রম না করার জন্য ওসি শাহ মোঃ আওলাদকে অবহিত করেন ওসি (তদন্ত) আতাউর রহমান ও এসআই ওয়াহাব। ক্ষমতার প্রভাবে দুর্নীতির মাধ্যমে নেয়া অর্থে ওসির নির্দেশে এসআই মামুন, ডাঃ আনোয়ার, মুহিব হোসেন, রহিমা বেগমসহ ২০-২৫ সন্ত্রাসী হামলা করে। এ সময় দোকান, হোটেল ভাংচুর এবং বাদীসহ তার কন্যাকে শ্লীলতাহানি করা হয়। নাশকতা মামলায় ৪৭ জনের বিরুদ্ধে পরোয়ানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকা-, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেছেন। সোমবার দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালতে এই মামলায় পালিয়ে থাকা ৪৭ জন বিএনপি-জামায়াত ও শিবির ক্যাডারদের বিরুদ্ধে বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেন।
×