ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নতুন ঠিকানায় কাজ শুরু করেছে ডিএনসিসি

প্রকাশিত: ০৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০১৭

নতুন ঠিকানায় কাজ শুরু করেছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার ॥ নতুন ঠিকানায় নিজস্ব ভবনে দাফতরিক কর্মকা- শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রবিবার বিকেলে গুলশান ২ নং চত্বরের ৯০ নং সড়কের ‘সেন্টার পয়েন্টে’ নাগরিক সেবার এ ভবনটির কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন ভবনে অফিসের কাজ শুরু করেন তিনি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল আলম, সচিব দুলাল কৃষ্ণ সাহা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সকল উর্ধতন কর্মকর্তা-কর্মচারী এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ডিএনসিসি সূত্র জানায়, ভবনটির ৬, ৮, ৯, ১০ ও ১১ তলা ডিএনসিসির অফিস হিসেবে ব্যবহৃত হবে। তবে প্রাথমিকভাবে নির্মাণকাজ শেষ না হওয়ায় ৮, ৯ ও ১০ তলা অফিসের কাজে ব্যবহার করা হবে। পরবর্তীতে নির্মাণকাজ শেষে ৬ তলা ও ১১ তলা দাফতরিক কাজে ব্যবহার করা হবে। এছাড়া গ্রাউন্ড ফ্লোরের একটি অংশকেও সিটি কর্পোরেশনের অফিস হিসেবে ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছি, পাশাপাশি আমাদের নিজেদেরও পরিষ্কার থাকতে হবে। মূলত আধুনিক এই কার্যালয়কে কাজে-কর্মে পরিষ্কার রাখার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা একটি আধুনিক অফিস পেয়েছি। এ অফিসটি যেন সার্বক্ষণিক পরিষ্কার থাকে সেটি আমাদের সবাইকে দেখতে হবে। শুধু অফিসের ফ্লোর নয়, কাজে কর্মেও যেন আমরা পরিষ্কার হই। অনেক বেশি ফাস্ট হই, অনেক বেশি সার্ভিস ওরিয়েন্টেড হই। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর এতদিন ৮১ গুলশান এভিনিউতে চলছিল উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাজ।
×