ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিচারকদের চাকরিবিধি

আরও এক সপ্তাহ সময় পেল সরকার

প্রকাশিত: ০৮:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭

 আরও এক সপ্তাহ সময় পেল সরকার

বিডিনিউজ ॥ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে ফের এক সপ্তাহ সময় পেয়েছে সরকার। প্রায় এক মাস সময় শেষে রবিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম আবারও দুই সপ্তাহের সময় চাইলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপীল বেঞ্চ এক সপ্তাহের সময় দেয়। এ্যাটর্নি জেনারেলের দুই সপ্তাহের সময়ের আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘কদিন আগে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তাহলে দুই সপ্তাহ সময় কেন চাচ্ছেন?’ মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রীমকোর্টের আপীল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। ওই রায়ে আপীল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিসিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
×