ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শুভ্র মন্ডল

কর্মক্ষেত্রে মানিয়ে চলুন

প্রকাশিত: ০৫:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কর্মক্ষেত্রে মানিয়ে চলুন

পর্যবেক্ষণ করুন নতুন কর্মী নিয়োগ দেয়ার পরপরই প্রায় প্রত্যেকটা কোম্পানি কর্মীদের জন্য নানা রকম ব্যবস্থা করে থাকে। যেমন, নতুনদের নিয়ে সেমিনার, টেইনিং ইত্যাদি। নতুনদের জন্য এটা একটা বড় সুযোগ, এখান থেকেই তার প্রাথমিক ভিত্তি গড়ে নেয়। একজন ছাত্র কর্মী হিসেবে যখন নতুন কোন জায়গায় যাবেন, তখন তার প্রথম কাজটা হতে পারে পরিবেশটা পর্যবেক্ষণ করা। এটার মাধ্যমে, সে নতুন অফিসের পরিবেশ, সহকর্মীদের সম্পর্কে একটা ভাল ধারণা পেতে পারে। সিনিয়রদের সঙ্গে আলোচনা নতুন অফিস নতুন কাজ, সমস্যা হওয়াটাই স্বাভাবিক, তার উচিত হবে সংকোচন না করে তার সিনিয়রদের সঙ্গে খোলামেলা আলাপ করা। এতে করে কাজের শেখার সঙ্গে সঙ্গে একটা সুসম্পর্ক হওয়ারও সম্ভাবনা থাকে। কাজের প্রতি আগ্রহ একটা কাজ শেখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কাজের প্রতি আগ্রহ। অবশ্যই একজন নতুন কর্মীকে কাজ শেখার ইচ্ছা থাকতে হবে। চাকরি জীবনের শুরুতেই যদি তার উপর অর্পিত কাজগুলোকে সে এড়িয়ে যায় বা কঠিন হবে বলে চেষ্টা না করে বসে থাকে, তাহলে তাকে পরবর্তী জীবনে তার খেসারাত দিতে হবে। সহকর্মীদের সাহায্য নিন একজন নতুন কর্মীকে অবশ্যই তার বসের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। সবধরনের সংকোচ ভুলে সমস্যাগুলোর জন্য বসের শরণাপন্ন হতে হবে। বস বা সহকর্মীদের কাছ থেকে তার কাজের ফিডবেক নিতে হবে নিজে থেকেই। কারণ ফিডবেকের মাধ্যমেই যে তার ভুলগুলো শুধরে নিতে পারবে। নিজের ভাললাগা বা খারাপ লাগাগুলো নিজের কাছেই রাখুন নতুন জায়গা, নতুন মানুষ। আবেগের বশভূত হয়ে কারও সঙ্গে খারাপ লাগা ভাললাগাগুলো শেয়ার না করাটাই উত্তম। পাছে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বসের কাছে কোন পুরাতন কর্মী সম্পর্কে কোন নিন্দা না করাটাই উত্তম। কারণ আপনার মনে রাখতে হবে, আপনার থেকে আপনার বস ওই কর্মীকে বেশি দিন ধরে জানেন। কাজকে ভাল বাসুন, উদ্ধত আচরণ নয় একজন নতুনকর্মী যখন অফিসে আসে, বিভিন্ন সময় দেখা যায় যে তার সিনিয়ররা তার উপর বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। এটাকে নেগেটিভভাবে না নিয়ে পজেটিভভাবেই নেয়া উচিত। কারণ যত বেশি কাজ করবে একজন কর্মী ততবেশি শিখতে পারবে। ইন্টারনেটের সাহায্য নিন চলছে ডিজিটাল সময়। ইন্টারনেট একদম হাতের নাগালে। সেক্ষেতে একজন নতুনকর্মী খুব সহজেই গুগল অথবা ইউটিউবের মাধ্যমে কঠিন সমস্যার খুব সহজ সমাধান খুঁজে নিতে পারে। আজকাল গুগল এবং ইউটিউবে সব সমস্যার সমধান দেয়া আছে।
×