ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের উল্লাস

২১ ঘণ্টা পর রুয়েটে বাতিল হলো ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি

প্রকাশিত: ০৫:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

 ২১ ঘণ্টা পর রুয়েটে  বাতিল হলো ‘৩৩  ক্রেডিট’ পদ্ধতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী/রাবি সংবাদদাতা ॥ আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ২১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। অনড় থাকার পণ করেও রবিবার দুপুরে অবরুদ্ধ অবস্থায় রুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের পাশাপাশি ১৪ ও ১৫ সিরিজের ক্লাস-পরীক্ষার ওপর জারি করা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের ষষ্ঠ দিনে দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে উপাচার্যের দফতরের সামনে থেকে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবি মেনে নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ওপর যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে। বিকেলের মধ্যে এ সংক্রান্ত নোটিস দেয়া হবে। এ সময় রুয়েট উপাচার্যের সঙ্গে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন। উপাচার্যের ঘোষণার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে উল্লাস করতে দেয়া যায়। জানা যায়, ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করে আসছিল রুয়েটের ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মঙ্গলবার ওই দুই সিরিজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে প্রশাসন। এর পরদিন আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয় প্রশাসন। তবে এতেও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যায়নি। আন্দোলনের ষষ্ঠ দিন শনিবার বিকেলে তিন শতাধিক শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে শরীরের রক্ত ঢেলে দাবি আদায়ে বিভিন্ন সেøাগান লিখেন। পরে উপাচার্যের দফতরের সামনে অবস্থান নেয় তারা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ দফতর থেকে বের হতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়। পরে আরও ১৫ শিক্ষককে নিয়ে রাতভর নিজ দফতরের অবরুদ্ধ ছিলেন রুয়েট উপাচার্য। শিক্ষার্থীদের দাবির মুখে রবিবার সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। সভায় আন্দোলনকারীদের দাবি মেনে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল করা হয়। রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্যই এ পদ্ধতি চালু করা হয়েছিল। তবে তাদের অব্যাহত আন্দোলনের ফলে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল করে পুনরায় ব্যাকলগ পদ্ধতি চালু করা হয়েছে।
×