ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্বশুর বাড়িতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

শ্বশুর বাড়িতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে দাম্পত্য কলহের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক ধনাঢ্য ব্যবসায়ী। মারাত্মক আহত অবস্থায় রিয়াদ খান (৩০) নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর এলাকায় ওই ব্যবসায়ীর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াদের শশুর রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসু মোল্লা বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। হাসু মোল্লা ও স্থানীয়রা জানান, চার বছর আগে ভাগ্যকূলের ঐতিহ্যবাহী খান পরিবারের ফিরোজ খানের ছেলে ঢাকার ব্যবসায়ী রিয়াদ খানের সাথে তার মেয়ে ইয়াসমিন সুলতানা মলির বিয়ে হয়। তাদের সংসারে মারজুক খান নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। রিয়াদ খান মাদকাসক্ত। একারণে তার মেয়ের সঙ্গে প্রায় সময়ই কলহ লেগে থাকত। ফলে দুই মাস আগে মলি তার বাবার বাড়িতে চলে আসে এবং রিয়াদ খানের সঙ্গে আর সংসার করবে না বলে জানায়। রবিবার সকালে মলি তাদের বাড়িতে একা ছিল। এ সুযোগে রিয়াদ খান কোমল পানীয়ের বোতলে কেরোসিন নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে এবং মলির সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মলির চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে রিয়াদের শরীরের নিম্নাংশ পুড়ে যায়। মলির শরীরেরও কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
×