ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভূমি অফিসে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ

প্রকাশিত: ০৪:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে ভূমি অফিসে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের সুবিধার্থে চট্টগ্রামে ভূমি অফিস ভবনের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রবিবার সকালে নগরীর ষোলশহর এলাকায় অবস্থিত ভূমি সার্কেলের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেকশনে কাগজপত্র ঘেঁটে দেখেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ষোলশহর এলাকায় একই ভবনে অবস্থিত দুটি কার্যালয়ই পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল জলিল। চলার পথে তিনি হঠাৎ করে কার্যালয়ে ঢুকে পড়েন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তটস্থ ভাব সৃষ্টি হয়। কাগজপত্রে কোন ধরনের ঘাপলা কিংবা অসঙ্গতি রয়েছে কিনা তা দেখতে বলেন তাঁর সঙ্গে থাকা অতিরিক্ত জেলা প্রশাসককে। তিনি বিভিন্ন বিষয়ে জানতে চান সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
×