ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিতের অবস্থা সঙ্কটাপন্ন

প্রকাশিত: ০৮:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৭

সুরঞ্জিতের অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ বরেণ চক্রবর্তী জানান, সুরঞ্জিত সেনগুপ্তের অবস্থা মোটেই ভাল নয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গভীর রাতে তাঁর চিকিৎসক জানিযেছেন, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত ১০টার পরে ১৫ মিনিটের জন্য তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন রয়েছে। এ অবস্থায় চিকিৎকসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের আগ্রহ রয়েছে। তবে চিকিৎসকরা এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। কারণ, এ মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার নেই। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার সকালেই সুরঞ্জিত সেনগুপ্তকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হতে পারে। গত বৃহস্পতিবার হƒদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি ও গত বছরের ১১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। দীর্ঘদিন ধরে তিনি রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন। এর আগে গত বছরের মে মাসে শ্বাসকষ্ট নিয়ে এই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস কামরুল ইসলাম জানান, ‘সুরঞ্জিত সেনগুপ্তের ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভাল নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’ কামরুল ইসলাম আরও বলেন, ‘এরইমধ্যে এয়ার এ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। সম্ভবত আজ সকাল ১০টায় তাকে সিঙ্গাপুর নেয়া হবে।’ ল্যাবএইড হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন রাতে সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
×