ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাতে মেনন ও তার স্ত্রীর আবেদন

প্রকাশিত: ০৭:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাতে মেনন ও তার স্ত্রীর আবেদন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন নিজের ও স্ত্রী লুৎফুন নেসা খানসহ নরসিংদীর শিবপুরের বাদপড়া মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন। গত ২৩ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ওই আবেদন করেন তিনি। মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদপড়া সহযোদ্ধাদের মধ্যে মেননের দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে আসা হায়দার আকবর খান রনো ও তার ভাই হায়দার আনোয়ার খান জুনোর নাম উল্লেখ করা হয়েছে আবেদনে। রনো এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রেসিডিয়াম সদস্য। আবেদনে মেনন বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমাদের দলসহ কতিপয় বামপন্থি দল ‘জাতীয় মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটি’ গঠন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মওলানা ভাসানীকে প্রধান করে তার অবর্তমানে এই কমিটি গঠন করা হয়। আমরা প্রবাসী সরকারের সঙ্গে সহযোগিতা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি দেশের অভ্যন্তরেও ঘাঁটি স্থাপন করার নীতি গ্রহণ করি। “মুক্তিযুদ্ধকালীন সর্বসময় বর্তমান নরসিংদী জেলার শিবপুরে আমরা প্রধান কেন্দ্রস্থল করে দেশের বিভিন্নস্থলে ঘাঁটি স্থাপন করি। আমাদের মুক্তিযোদ্ধরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শিবপুর অঞ্চলকে যুদ্ধের নয় মাসে পুরোপুরি মুক্ত রাখে এবং বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে একযোগে যুদ্ধে অংশগ্রহণ করি। ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের তালিকায় শিবপুরের যোদ্ধাদের অধিকাংশের নাম অন্তর্ভুক্ত হলেও অনেকের নামই বাদ পড়ে যায় বলে জানান মেনন। যার মধ্যে আমি, আমার স্ত্রী, হায়দার আবকর খান রনো, হায়দার আকবর খান জুনোও আছে। মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে সম্প্রতি কাজ শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই সময়ে ওই তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে এই সম্মান থেকে আমরা বাদ পড়ে যাব।’
×