ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭

শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৪ ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড়ে মরিয়ম-বাদশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ শিক্ষার্থীর মাঝে শনিবার শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বিলাল প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় পারদর্শী করতে দুজন শিক্ষকের হাতে দুটি ট্যাব তুলে দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, অধ্যাপক মাহিদুল হক, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু প্রমুখ। তিনদিনব্যাপী ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ ফেব্রুয়ারি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে জেলা সদরের পুরনো কালেক্টরেট চত্বরে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান (অতিরিক্ত সচিব)। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, নেতা নূর খান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান।
×