ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রবিবার দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট শুরু

ভারতের মাটিতে মুশফিকদের অনুশীলন

প্রকাশিত: ০৫:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের মাটিতে মুশফিকদের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ হায়দরাবাদ ঐতিহাসিক এক স্থান বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ প্রথম আন্তর্জাতিক ম্যাচ এখানেই জিতেছিল বাংলাদেশ দল। ১৯৯৮ সালে হায়দরাবাদের হোমগ্রাউন্ড লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কেনিয়ার বিরুদ্ধে জিতেছিল বাংলাদেশ। সেই জয়টা ভূমিকা রেখেছিল টেস্ট মর্যাদা প্রাপ্তির প্রথম সোপান হিসেবে। এবারও সেই হায়দরাবাদ, তবে ভেন্যু আলাদা- রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেখানেই প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার হায়দরাবাদে পৌঁছানোর পর শুক্রবারই রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন করেছেন মুশফিকুর রহীমরা। ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট লড়াইয়ে নামার আগে রবিবার একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দল। তার আগে আজ আরেকবার নিজেদের মানিয়ে নেয়ার জন্য অনুশীলন করার সুযোগ থাকছে বাংলাদেশ দলের। ভ্রমণের সময়টা অনেক কম, তবে আনুষ্ঠানিকতার বেড়াজালে প্রায় ৭ ঘণ্টা শেষে হায়দরাবাদ পৌঁছে বাংলাদেশ দল। সেই ধকল কাটানোর জন্য সন্ধ্যা থেকে পুরোটা রাতই সময় পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্রামে থেকে। শুক্রবার সকালেই সবাই নেমে পড়েছেন অনুশীলনে। সম্প্রতিই কঠিন নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে আসা দল তেমন বিশ্রাম পায়নি। সেই সঙ্গে ছিল ইনজুরির ধাক্কায় বিপর্যস্ততা। গত দুই বছরে প্রথমবারের মতো কঠিন চ্যালেঞ্জের এক সিরিজ শেষ করেছে কিউই’র মাটিতে। তিন ফরমেটেই হোয়াইটওয়াশ হতে হয়েছে এবং অপরিহার্য কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। তবে শেষ পর্যন্ত তিন ব্যাটিংস্তম্ভ অধিনায়ক মুশফিকুর রহীম, টপঅর্ডার মুমিনুল হক ও ওপেনার ইমরুল কায়েস ভারত সফরে গেছেন দলের সঙ্গে। তবে নিউজিল্যান্ড সফর করা টেস্ট দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও তরুণ নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম, উইকেটরক্ষক লিটন কুমার দাস। এ দলটিই হায়দরাবাদে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারতের বিরুদ্ধে। শুক্রবার ছিল ঐচ্ছিক অনুশীলন। তবে ক্রিকেটাররা সুযোগ হাতছাড়া করেননি নিজেদের ঝালিয়ে নেয়ার। কারণ নিউজিল্যান্ড থেকে ফিরে সেভাবে প্র্যাকটিসের সুযোগ হয়নি। হায়দরাবাদ টেস্ট খুলে দিতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য নতুন দিগন্ত। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সফর করেছে বাকি ৮টি টেস্ট খেলুড়ে দেশে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কখনও আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ দলকে। এবার সেটা বাস্তব হওয়ার পথে। হায়দরাবাদ টেস্টে নামার সঙ্গে সঙ্গেই সবগুলো টেস্ট খেলুড়ে দেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়ে যাবে। আর হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশনও এই ম্যাচের মধ্যদিয়ে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনছে। কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পেলেই বিশেষ এক স্মারকগ্রন্থ বের করা হতো। চলটা শুরু হয়েছিল ১৯৫০ সাল থেকে। ৯০-এর দশক থেকে তা বন্ধ হয়ে যায়। কিন্তু এবার ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট উপলক্ষে সেই ঐতিহ্য আবার ফিরে আসছে। দুইদেশের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান ও কার্টুনচিত্র রাখা হবে স্মারকগ্রন্থে। ১৭ বছরে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলার উপলক্ষটা তাই ঐতিহাসিক এক অধ্যায় রচনা করতে চলেছে। ঐতিহাসিক কিছু করে দেখাতে মুখিয়ে আছে মুশফিকের দলও। কারণ ১৯৯৮ সালের কোকাকোলা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ১৭ মে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয় পেয়েছিল বাংলাদেশ দল আকরাম খানের নেতৃত্বে। সেটি ছিল বাংলাদেশ দলের ২৩তম ওয়ানডে ম্যাচ। হায়দরাবাদ তাই বাংলাদেশের ক্রিকেটে দারুণ স্মরণীয়। সেটাই আরেকবার স্মরণীয় করে তুলতে একমাত্র টেস্টে ভারতের বিরুদ্ধে দারুণ কিছু করার চেষ্টায় থাকবে সফরকারীরা। এরআগে নিজেদের অবস্থা বোঝার জন্য একটি প্রস্তুতি ম্যাচও পাচ্ছেন মুশফিকরা। রবিবার জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচে খেলবেন একমাত্র টেস্ট দলে খেলার জন্য ঘোষিত ভারতীয় দলে থাকা অভিনব মুকুন্দ। তিনিই নেতৃত্ব দেবেন ‘এ’ দলকে। এছাড়া অলরাউন্ডার হার্দিক পা-িয়া ও অফস্পিনার জয়ন্ত যাদব। বাকি যারা আছেন তারাও জাতীয় দলে ঢোকার পাইপলাইনে। আর প্রথমশ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দেখান ক্রিকেটাররাই খেলবেন এ ম্যাচে। তাই প্রস্তুতি ম্যাচেও বড় অগ্নিপরীক্ষাই থাকবে মুশফিকদের জন্য। এরআগে আজ আরেকদিন অনুশীলন করার সুযোগও আছে সফরকারীদের।
×