ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবাধে কাটা হচ্ছে পাহাড় ॥ প্রশাসন নীরব

প্রকাশিত: ০৩:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

অবাধে কাটা হচ্ছে পাহাড় ॥ প্রশাসন নীরব

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার কালাঘাটা শিশু পরিবার সংলগ্ন এলাকায় স্কেভেটর দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড়। পৌর এলাকার সড়ক ভরাটের কাজে পাহাড় কেটে সংগ্রহ করা মাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, বান্দরবান সদর উপজেলার কালাঘাটা শিশু পরিবার সংলগ্ন এলাকায় পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের মালিকানাধীন বিশাল পাহাড় স্কেভেটর দিয়ে অবৈধভাবে কেটে গত দুই দিন ধরে ৫-৬টি ট্রাকযোগে মাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রয় করছে আবছার কনেকট্রাকশনের কর্ণধার ঠিকাদার নুরুল আবছার। জেলা শহরের কালাঘাটার বাসিন্দা নুর আহাম্মদ ও উচনু মারমা জানান, ঠিকাদার নুরুল আবছার তার সহযোগীরা স্কেভেটর দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটছে। পাহাড়ের এসব মাটি ট্রাকযোগে বহন করে পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রয় করছে। ইতোমধ্যে বিশাল পাহাড়টির একাংশ কেটে সাবাড় করা হয়েছে। তারা অভিযোগ করে আরও বলেন, জেলার স্থানীয়রা বসতঘর নির্মাণের জন্য পাহাড় পরিষ্কার করলেও যেখানে পুলিশসহ প্রশাসনের কর্তারা পৌঁছে জরিমানসহ মামলা দায়ের করেন কিন্তু এ ঘটনায় প্রশাসনের নীরবতা অনেকে মনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ঠিকাদার নুরুল আবছার বলেন, পৌর এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের কাজ চলছে। দ্রুত কাজ শেষ করার জন্য মেয়র ইসলাম বেবী বার বার চাপ সৃষ্টি করছে। তাই যেখান থেকে পারি মাটি নিয়ে রাস্তার কাজ শেষ করার চেষ্টা করছি। বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী বলেন, উন্নয়ন কাজ করবে ঠিকাদার, তারা মাটি কোন স্থান থেকে আনবে সেটি তাদের ব্যাপার। স্থানীয়রা মনে করছে, এভাবে বান্দরবানে পাহাড় কাটা এবং পাহাড় কেটে পাথর উত্তোলন অব্যাহত থাকলে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতে বেশি সময় লাগবে না।
×