ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

প্রকাশিত: ০৩:৪০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। এদিন শেয়ারটির দর ২০ টাকা বা ৭ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৮৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৭৩ বারে এক কোটি ৯৩ হাজার ২৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ছিল ২ কোটি ৬৮ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনূর কেমিক্যালস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪০৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৬৭ বারে ৩২ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য এক কোটি ৩২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবস লিমিটেডের ৫ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার সাইফ পাওয়ার টেকের স্পট মার্কেটে লেনদেন রবিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ার টেকের শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী রবিবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে সোমবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×