ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পপতি রাগীব আলীর স্মারক জালিয়াতি মামলার রায় আজ

প্রকাশিত: ০৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

শিল্পপতি রাগীব আলীর স্মারক জালিয়াতি মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রায় এ তারিখ ধার্য করেছেন। উল্লেখ্য, দেবোত্তর সম্পত্তি তারাপুর চাবাগানের ভুয়া সেবায়েত সাজিয়ে ১৯৯০ সালে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন। গত বছরের ১৯ জানুয়ারি ওই মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রীমকোর্ট। পরে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ১২ নবেম্বর জকিগঞ্জ সীমান্তে গ্রেফতার হন পালিয়ে থাকা আবদুল হাই। আর রাগীব আলী ২৩ নবেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেফতার হন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামী লীগ আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৮ পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের ফল বুধবার সকালে পাওয়া গেছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রাখাল ও সাধারণ সম্পাদক পদে কায়সার আহম্মেদ লিটন বিজয়ী হয়েছেন।
×