ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে স্বামীর সঙ্গে গিয়ে নিখোঁজ

মায়ের পর শিশুপুত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:১০, ২ ফেব্রুয়ারি ২০১৭

মায়ের পর শিশুপুত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ পাকুন্দিয়ায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে নবজাতক সন্তানসহ নিখোঁজ হয়েছিলেন মানসিক প্রতিবন্ধী রহিমা বেগম (২৫)। স্বামী বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে যান রহিমা। আর মায়ের সঙ্গে নিখোঁজ হওয়ার ১০ দিন পর মিলল তার আড়াই মাসের শিশুপুত্রের মরদেহ। মঙ্গলবার রাতে উপজেলার এগাসিন্দুর ইউনিয়নের মীরেরটেকের একটি জঙ্গল থেকে আমিরুল নামে ওই শিশুটির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ২১ জানুয়ারি মীরারটেক এলাকা থেকে পুলিশ রহিমার মরদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে রহিমা মানসিক প্রতিবন্ধী। তার বিয়ে হলেও স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। একপর্যায়ে একই গ্রামের সোহরাবের ছেলে নজরুল ইসলাম মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার আত্মীয়রা বিয়ে করার জন্য নজরুলকে চাপ দেয়। কিন্তু রহিমার চাচা সম্পর্কিত নজরুল নানা টালবাহানা করতে থাকেন। এরই মধ্যে গত ২ মাস আগে রহিমার একটি ছেলে সন্তান হয়। গত ১০ জানুয়ারি চাপের মুখে নজরুল রহিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এর তিনদিন পর ১৩ জানুয়ারি বেড়ানোর কখা বলে সন্তানসহ রহিমাকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু নজরুল তিনদিন পর বাড়ি ফিরে এলেও রহিমার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর গত ২১ জানুয়ারি রাতে মীরারটেক এলাকা থেকে রহিমার মরদেহ উদ্ধার করা হলেও তার শিশুপুত্রের হদিস মিলছিল না।
×