ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে দখলমুক্ত রাজশাহী কলেজ হোস্টেলের ৮৫ সিট

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ জানুয়ারি ২০১৭

অবশেষে দখলমুক্ত রাজশাহী কলেজ হোস্টেলের ৮৫ সিট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দীর্ঘদিন বহিরাগতদের অবৈধ দখলে থাকা রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের ৫৫ সিট অবশেষে দখলমুক্ত হচ্ছে। সোমবার দুপুরের মধ্যে বহিরাগতদের হলের এসব সিট ত্যাগের নির্দেশ দিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ। হোস্টেলে ৮৫টি সিট অবৈধভাবে একটি ছাত্র সংগঠনের বহিরাগতরা দখলে নিয়ে অবস্থান করে আসছিল। এর আগে রবিবার রাতে হোস্টেল পরিদর্শনে গিয়ে অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান দখলদারদের দ্রুততম সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন। তিনি বলেন, বরাদ্দ না নিয়েই প্রভাব খাটিয়ে হোস্টেলে বসবাস করছিল তারা। ঘোষণার পর রাতেই অনেকে হল ত্যাগ করে। সোমবার বাকিরা হোস্টেল ছেড়ে চলে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সাতটি ব্লক ও কোয়ার্টার মিলে আসন সংখ্যা ৫০০। এর মধ্যে অবৈধ দখলে রয়েছে ৮৫ সিট। এখন এসব সিটে নতুন করে ছাত্রদের বরাদ্দ দেয়া হবে। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলের এসব সিট দখল করে রাখা হয়েছিল। রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান জানান, হোস্টেল অবৈধ দখলমুক্ত করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার এ বিষয়ে তাকে সর্বাত্মক সহায়তা দিয়েছেন।
×