ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে ১৯ মাস এক্স-ওে মেশিন বিকল

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ জানুয়ারি ২০১৭

কিশোরীগঞ্জে ১৯ মাস এক্স-ওে মেশিন বিকল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি উনিশ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এ কারণে হাসপাতালের বাইরে অবস্থিত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের। আর এতে একদিকে যেমন তারা ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্টারলিংক কোম্পানির এক্স-রে মেশিনটি সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ। গবাদিপ্রাণির নিলাম বিজ্ঞপ্তি মিলিটারি ফার্ম ঈশ্বরদী এতদ্বারা আগ্রহী ক্রেতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ হতে বিক্রয় না হওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১০০০ ঘটিকার সময় মিলিটারি ফার্ম ঈশ্বরদীতে উল্লেখযোগ্য সংখ্যক গবাদিপ্রাণি প্রকাশ্য নিলামে বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হবে। আগ্রহী ক্রেতাদের যথাসময়ে নিলামস্থলে উপস্থিত থেকে নিলামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ থাকে যে, সর্বোচ্চ বিডের ১/৪ অংশ টাকা নিলামস্থলেই পরিশোধ করতে হবে। নিলাম সংক্রান্ত অন্যান্য শর্তাবলী নিলামস্থলে জানিয়ে দেয়া হবে।
×