ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে সেতারা

প্রকাশিত: ০৫:২১, ২৯ জানুয়ারি ২০১৭

ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে সেতারা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ জানুয়ারি ॥ ধর্ষণ চেষ্টার মামলা করে চরম বিপাকে পড়েছেন গৃহবধৃ সেতারা বেগম। আসামি মনির মৃধা ও আঃ সালাম হাওলাদার দাবড়ে বেড়াচ্ছে। হুমকি দেয়া হচ্ছে খুনের। উল্টো নিজেদের কুকীর্তি ঢাকতে চালাচ্ছে সেতারা বেগমের চরিত্র হননের অপ-প্রচার। মেলাপাড়া গ্রামের দিনমজুর হারুন মুসল্লির স্ত্রী সেতারা বেগমের শুক্রবারে দেয়া লিখিত অভিযোগে জানান, ৭ জানুয়ারি রাতে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী বাড়িতে ছিলেন না। ঘরের পেছনের দরজা খুলে একই গ্রামের লম্পট আঃ সালাম হাওলাদার ও মনির মৃধা সেতারার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ভয় দেখায় খুনের। কিল-ঘুষি দেয়া হয়। চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করে। এ ঘটনায় প্রতিকার চাইতে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। আদালতে মামলার পরে আসামি আঃ সালাম ও মনির মৃধা মরিয়া হয়ে উঠেছে। সেতারা জানান, তাকে হুমকি দিয়ে আসছে তারা। বাড়ি-ঘরে থাকা তার জন্য এখন অনিরাপদ হয়ে গেছে। এমনকি সেতারা বেগমকে তার স্বামীর কর্মস্থলের মহাজন ট্রলার মালিক নুরুল ইসলামের নাম জড়িয়ে চরিত্র হননে নেমেছে অভিযুক্ত মনির মৃধা ও সালাম হাওলাদার। তাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে সেতারার অভিযোগ। সেতারা আরও জানান, এই দুইজনসহ একটি চক্র মেলাপাড়া গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। নানা ছলছুতোর অজুহাতে চাঁদাবাজি করে আসছে। মাদকের ব্যবসা করে আসছে। সরকারী খাল দখল করে ঘের করেছে। যেখানে টংঘর তুলে বসানো হয় মদ ও জুয়ার আসর। এসবের প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে সন্ত্রাসীর থাবা। বর্তমানে সেতারা তার সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় কাটাচ্ছে। তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, সেতারা বেগম লিখিত অভিযোগ দিলে তাকে সকল প্রকার আইনী সহায়তা দেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত মনির মৃধা ও আঃ সালাম হাওলাদার জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
×