ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় তৃতীয় বাংলা খেয়াল উৎসব

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ জানুয়ারি ২০১৭

ঢাকায় তৃতীয় বাংলা খেয়াল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আইয়ের আয়োজনে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’১৭। আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬-৩০ মিনিট থেকে শুরু হয়ে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি এ উৎসব সম্প্রচার করা হবে। উৎসবে অংশ নিবে ঢাবির সঙ্গীত বিভাগসহ ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে নবীনশিল্পীদের অংশগ্রহণ। এবারের বাংলা খেয়াল উৎসবে অংশ নেবেন- ফেরদৌস আরা, ওস্তাদ করিম শাহবুদ্দীন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দীন, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান, লিত্ত জে বাড়ৈই প্রমুখ। বাংলা খেয়াল উৎসব’১৭ উপস্থাপনা করবেন দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা। এ উপলক্ষে শনিবার চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও ফেরদৌস আরা। উৎসব সম্পর্কে শাইখ সিরাজ বলেন- প্রথম থেকেই চ্যানেল আই শুদ্ধসঙ্গীত চর্চ্চা করে আসছে এবং মনপ্রাণ থেকেই এ কাজগুলো করে আসছে যাতে সঙ্গীতের প্রসার আরো বিস্তৃত হয়। এবার বাংলা খেয়াল উৎসবটি আরও বেশি পরিসরে অনুষ্ঠিত হবে। আজাদ রহমান বাংলা খেয়ালের আদি ও বর্তমান সময়ের সঙ্গে বাংলা খেয়ালের সম্পৃক্ততা তুলে ধরেন। ফেরদৌস আরা বলেন- এবারের খেয়াল উৎসবে সুরসপ্তকের শিল্পীরাও অংশ নেবে। চ্যানেল আইয়ের কাছে আমাদের শিল্পী সমাজ যা আশা করেছিলো সেটি আমরা চ্যানেল আইয়ের শুরু“ থেকে পেয়ে আসছি। বাংলা খেয়াল উৎসব তার উদাহরণ। সংবাদ সম্মেলনে অংশ নেন- লিত্ত জে বাড়ৈই, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, ড. নাশিদ কামাল, করিম শাহাবুদ্দীন, অনিল কুমার সাহা প্রমুখ। লিনা তাপসী খান বাংলা খেয়াল সম্পর্কে বলার এক পর্যায়ে একটি বাংলা খেয়াল গেয়ে শোনান।
×