ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একটি টেস্ট ও দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৭

একটি টেস্ট ও দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ৯ দিনের এ পুরো সফরের সিরিজে আছে মাত্র একটি টেস্ট। শুক্রবার ভারত সফরের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রস্তুতি ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও একমাত্র টেস্টের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ৫ ফেব্রুয়ারি জিমখানায় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে দল। উল্লেখ্য, একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের তিন ফরমেটেই হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয়েছে। ওয়ানডে ও টি২০ উভয় সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এর সঙ্গে যোগ হয়েছে বেশ কয়েকজন অপরিহার্য ক্রিকেটারের ইনজুরি। তবে সবকিছু ভুলে গিয়ে আসন্ন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে বাংলাদেশ দলকে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৬ বছরের বেশি পার হয়েছে। ইতিহাসে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচটাই ভারতের বিরুদ্ধে খেলে যাত্রাটা শুরু হয়েছিল। আর চারবার বাংলাদেশ সফর করেছে ভারতীয় দল। সবমিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে ৮ টেস্ট। এর মধ্যে সাফল্য বলতে মাত্র দুটি টেস্টে ড্র। কিন্তু বাকি ৬ টেস্টেই হার দেখেছে বাংলাদেশ। এর মধ্যে একবারও বাংলাদেশ দলকে নিজেদের মাটিতে টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি বিসিসিআই। তবে বিশ্বকাপ ছাড়া একবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করেছে। এবার সেই কাক্সিক্ষত সুযোগ বাংলাদেশের সামনে। টেস্ট আঙ্গিনায় ১৬ বছরের অধিক সময় পার করা বাংলাদেশ সবগুলো দেশেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। কিন্তু ভারতের মাটিতে সেটা করা হয়নি। এবার সুযোগটা আসলেও সিরিজটি খ-। মাত্র একটাই টেস্ট। মাত্র ৫ দিন পরই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচটি হায়দরাবাদে হওয়ার কারণে সেখানেই সরাসরি যাবে দল। পরের দু’দিন অনুশীলনের জন্য মাঠে নামবে। তবে টেস্টের ভেন্যু কোনটি সেটা জানায়নি বিসিসিআই। এরপর ৫ ও ৬ ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতীয় ‘এ’ দল। এ প্রস্তুতি ম্যাচের পর আরও দু’দিন টেস্টের ভেন্যু রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। তারপরই ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট লড়াই স্বাগতিকদের বিরুদ্ধে। টেস্টের পর ১৪ ফেব্রুয়ারিই দেশে ফিরবেন ক্রিকেটাররা।
×