ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগকে নিজ এলাকায় নিরক্ষর লোকজন খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০১:২৪, ২৪ জানুয়ারি ২০১৭

ছাত্রলীগকে নিজ এলাকায় নিরক্ষর লোকজন খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন রিপোর্টার ॥ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সবার আগে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাথেয়। এ শিক্ষাই সকলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশ-জাতিকে উন্নত করবে। ছাত্রলীগের নেতাকর্মীদের নিজের এলাকায় কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ছাত্রলীগ নেতা নিরক্ষর লোকজনকে খুঁজে বের করবেন, তাদের শিক্ষা দেবেন। ছাত্রলীগকে সাক্ষরজ্ঞান কর্মসূচি হাতে নিতে হবে। নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। ‘অশিক্ষিতদের হাতে দেশের ক্ষমতা পড়লে কি হয় তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি’ বলেও মন্তব্য করেন মহাসমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা। তিনি বলেন, ‘জিয়া ছিলেন মেট্রিক পাস, তার স্ত্রী মেট্রিক ফেল। তারা কেন চাইবেন, এদেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক! তাদের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র বাণিজ্য ছিল’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত অত্যাচার নির্যাতন চালিয়ে ছাত্রলীগ বা মুজিব সৈনিককে ধ্বংস করা যায়নি। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। জাতির পিতা চেয়েছিলেন স্বাধীন একটি দেশ। সেই দেশ হবে উন্নত সমৃদ্ধশালী। শোষণ-বঞ্চনা থাকবে না। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে। প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে। সেই লক্ষ্য নিয়ে তিনি রাজনীতি করেছেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের বিজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরপর আমরা দেখেছি কিভাবে একটার পর একটা ক্যু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এরপর থেকে ছাত্রলীগ আওয়ামী লীগসহ আমাদের সহযোগী সংগঠনের ওপর নির্যাতন চলেছে। ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুর লাশ তার বাবা-মা পায়নি। সে মহানগর ছাত্রলীগের নেতা ছিল। নারায়ণগঞ্জের মুনিরকে এ ভাবে হত্যা করা হয়েছে। এ ভাবে সারাদেশে চলেছে নির্যাতন আর হত্যা। তিনি বলেন, এত নির্যাতন করেও ছাত্রলীগ বা মুজিব সৈনিককে ধ্বংস করা যায়নি। তার কারণ ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ জাতির পিতা গড়ে তুলেছিলেন তার আর্দশের ভিত্তিতে। যে সংগঠন আদর্শের ভিত্তি করে গড়ে উঠে তাকে ধ্বংস করা যায় না। প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার দেখানো পথে ছাত্রলীগ নেতাকর্মীদের চলার নির্দেশ দেন।
×